রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের মারিয়ুপোলে ইউক্রেন সেনাবাহিনীর প্রতিরোধের শেষ দুর্গ ধসে পড়ল। ইউক্রেন সেনার তরফে জানানো হয়েছে, সোমবার আজ়ভস্টল স্টিল প্লান্টে আটকে থাকা ২৫৬ জন সেনা অস্ত্র সমর্পণ করেছে। যার মধ্যে ৫৩ জন গুরুতর জখম। এই ঘটনাকে বড়সড় জয় বলে মনে করছে রাশিয়া।
ইউক্রেন সেনার তরফে প্রকাশ করা একটি ভিডিয়োয় বাসে বসে থাকা আত্মসমর্পণকারী সৈনিকদের দেখা গিয়েছে। স্ট্রেচারে শুয়ে থাকা জখম সেনাদেরও দেখা গিয়েছে তাতে। হুইল চেয়ারে বসা এক জওয়ানের মাথায় ব্যান্ডেজের মোটা পট্টি। যুদ্ধবিধ্বস্ত, ক্লান্ত ইউক্রেনীয় সেনার সেই সব ছবি ভাইরাল হয়েছে মুহূর্তে।
ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার আজ এক বিবৃতিতে বলেন, ইউক্রেনের সঙ্গে পূর্বচুক্তি অনুসারে আত্মসমর্পণকারী জওয়ানদের যুদ্ধবন্দি হিসাবে নিয়ে যাওয়া হবে রাশিয়া-নিয়ন্ত্রিত এলাকায়। চিকিৎসার জন্যে জখমদের নিয়ে যাওয়া হবে নোভোয়াজ়োভস্কে। বাকিদের রাখা হবে ওলেনিভকা গ্রামে। যুদ্ধবন্দি বিনিময়ের মাধ্যমে তাঁদের নিরাপদে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে ইউক্রেনের।