আকারে ভালুক, তবে স্বভাবে নয়। ২৩ বছর ধরে মানুষের সঙ্গে থেকে স্বভাব-চরিত্রে সে এখন আধা মানুষ। সকালে ঘুম ভাঙলে চা তার চাই-ই। আবার নিয়ম করে রোজ দু’বেলা গাছে জল না দিলেই নয়।
২৩ বছর আগে জঙ্গলে আহত অবস্থায় কাতরাচ্ছিল ৩ মাসের ছোট্ট স্টেপান। কোনও শিকারির ছোঁড়া অস্ত্রে জখম হয়েছিল সে। আশেপাশে খোঁজ করেও তার বাবা-মার সন্ধান মেলেনি। এর পরেই তাকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন মস্কোর এক দম্পতি। ভেতলানা এবং ইউরি প্যান্টেলেনকো।
আরও পড়ুন: পরিবারের সঙ্গে স্টেপানের নানা মুহূর্ত
এর পরেই শুরু তাকে নিয়ে পথ চলা। ছোট্ট স্টেপানকে সুস্থ করে তোলা। আর তার পর তাকে সন্তানের মতো দেখভাল করা। প্রথম প্রথম এই অচেনা পরিবেশে মানিয়ে চলতে সমস্যা হয়েছিল তার। কিন্তু তাঁদের ভালবাসা স্টেপানকে ভুলিয়ে দেয় জঙ্গলে ছেড়ে আসা তার আসল বাবা-মার কথা। এই দম্পতিই এখন তার বাবা-মা।
দেখুন ভিডিও: