গ্রাফিক: শৌভিক দেবনাথ।
সীমান্ত পেরিয়ে রাশিয়ার মাটিতে ঢুকে হামলা চালানো হয়েছিল এক সপ্তাহ আগেই। তুমুল যুদ্ধের পরে রাশিয়ার পশ্চিমে কুর্স্ক অঞ্চলের ১০০০ বর্গকিলোমিটারের বেশি এলাকা দখলে নেওয়ার দাবি করল ইউক্রেন। মঙ্গলবার ইউক্রেন সেনা শীর্ষস্থানীয় কমান্ডার আলেকজ়ন্ডার সিরস্কি বলেন, ‘‘প্রথম বার রাশিয়ার মাটিতে হানা দিয়ে আমরা বড় সাফল্য পেয়েছি। কুর্স্ক অঞ্চলের ১০০০ বর্গকিলোমিটারের বেশি অঞ্চল এখন আমাদের দখল। এখনও অভিযান শেষ হয়নি।’’
পশ্চিমী সংবাদমাধ্যমের একাংশ জানাচ্ছে, কুর্স্ক শহর এখন কার্যত ইউক্রেন ফৌজের ঘেরাটোপে। লাগোয়া বেলগোরদ ও ব্রিয়ানস্ক অঞ্চলেও তারা লাগাতার হামলা চালাচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও কুর্স্কে সামরিক বিপর্যয় কার্যত মেনে নিয়েছেন। তিনি বলেন, ‘‘ইউক্রেন সেনা তাদের দক্ষিণ সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করেছে। তারা রাশিয়ায় অখণ্ডতা এবং স্থিতিশীলতা নষ্ট করতে চাইছে। দ্রুত ওদের উপযুক্ত জবাব দেওয়া হবে।’’ সেই সঙ্গে তাঁর মন্তব্য, ‘‘অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর জন্য আমাদের সেনাকে নির্দেশ দেওয়া হয়েছে।’’
প্রসঙ্গত, গত ৬ অগস্ট সীমান্ত পেরিয়ে রাশিয়ার কুর্স্কে অঞ্চলে সামরিক অভিযান শুরু করেছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির বাহিনী। তাঁরা এরই মধ্যে রুশ সীমান্তের ৩০ কিলোমিটারের বেশি গভীরে অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছেন অভিযানের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার সিরস্কি। কুর্স্কের রুশ গভর্নর মঙ্গলবার জানান, ইউক্রেনের অভিযান শুরু হওয়ার পর ওই অঞ্চল থেকে প্রায় এক লাখ ২১ হাজার রুশ নাগরিক ঘরছাড়া হয়েছেন। ইউক্রেন সেনার হামলায় নিহত হয়েছেন অন্তত ১২ জন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy