Advertisement
১১ মে ২০২৪

ভারতকে ছাড় নিয়ে দ্বন্দ্ব

এক দিকে মার্কিন প্রতিরক্ষাসচিব জিম ম্যাটিস ও বিদেশসচিব মাইক পম্পেয়ো। অন্য দিকে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন

সংবাদ সংস্থা
ওয়াশিংটন ও নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৮ ০৪:৩৪
Share: Save:

এক দিকে মার্কিন প্রতিরক্ষাসচিব জিম ম্যাটিস ও বিদেশসচিব মাইক পম্পেয়ো। অন্য দিকে সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। রুশ এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ক্ষেত্রে ভারতকে নিষেধাজ্ঞা থেকে ছা়ড় দেওয়া হবে কি না, তা নিয়ে এখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই তিন শীর্ষ কর্তার মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। মার্কিন কংগ্রেস সূত্রের মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের উপরে কার প্রভাব বেশি তার উপরেই ভারতের ভাগ্য নির্ভর করছে।

রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার অস্ত্র কেনাবেচায় রাশ টানতে আইন পাশ করেছে মার্কিন সেনেট। সেই আইন থেকে কোনও দেশকে ছা়ড় দেওয়ার অধিকারও রয়েছে প্রশাসনের হাতে। এস-৪০০ কেনা নিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি হলেও মার্কিন নিষেধাজ্ঞার হাত থেকে রেহাই পাওয়া নিয়ে এখনও নিশ্চয়তা মেলেনি। মার্কিন কংগ্রেস সূত্রের মতে, ম্যাটিস ভারতকে ছাড় দেওয়ার পক্ষে। সে ক্ষেত্রে এই ছাড়ের বদলে
মার্কিন পণ্যের উপরে ভারতীয় শুল্ক কমানো নিয়ে দর কষাকষি করা যাবে বলে মনে করেন তিনি। মার্কিন পণ্যের উপরে ভারতীয় শুল্ক নিয়ে ক্ষুব্ধ
ট্রাম্প। কিন্তু বোল্টনের মতে, চিনের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই ভারতকে ছাড় দেওয়া উচিত নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

S-400 US India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE