রবিবার ভোরে (ভারতীয় সময় অনুযায়ী) ইরানের তিনটি পরমাণুকেন্দ্রে হামলা চালায় আমেরিকা! সেই হামলায় কি আদৌ ওই পরমাণুকেন্দ্রগুলির কোনও ক্ষতি হয়েছে? জল্পনার মাঝেই প্রকাশ্যে এল ইরানের ফোরডো পরমাণুকেন্দ্রের একটি উপগ্রহচিত্র। সেই ছবি থেকে মনে করা হচ্ছে, ওই পরমাণুকেন্দ্রের একাধিক প্রবেশপথ ক্ষতিগ্রস্ত হয়েছে!
ইরানে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমাজমাধ্যমে লেখেন, ‘‘ফোরডো শেষ!’’ ফোরডো হল ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পরমাণুকেন্দ্র। ইরানের রাজধানী তেহরান থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি পাহাড়ের নীচে রয়েছে এই গবেষণাকেন্দ্রটি। এটিই ইরানের সবচেয়ে গভীর, সুরক্ষিত এবং গোপনীয় পরমাণুকেন্দ্র। পাহাড়ের নীচে মাটি থেকে প্রায় ৩০০ ফুট গভীরে এই কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে, যাতে বাইরের কোনও শত্রু আক্রমণ করলে এই কেন্দ্রের গায়ে তার আঁচ না লাগে। দাবি করা হয়, যুদ্ধবিমান থেকে যদি কোনও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তাতেও ক্ষতি হবে না এই পরমাণুকেন্দ্রের। ইজ়রায়েল বার বার চেয়েছিল, আমেরিকা হামলা করে ধ্বংস করুক ইরানের এই পরমাণুকেন্দ্রটি। আমেরিকার সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইম্স জানিয়েছে, রবিবার ভোরে এই কেন্দ্রেই ছ’টি বি২ বম্বার থেকে অন্তত এক ডজন বাঙ্কার বাস্টার বোমা ফেলা হয়েছে। মোট ৩০ হাজার পাউন্ডের বাঙ্কার বাস্টার পড়েছে সেখানে।
আরও পড়ুন:
তবে আমেরিকার এই ‘বাস্টার’ হামলায় কতটা ক্ষতি হল ফোরডোয়, তা নিয়ে নানা মহলে নানা জল্পনা শুরু হয়। সেই আবহেই ‘প্ল্যানেট ল্যাবস পিবিসি’ একটি উপগ্রহচিত্র প্রকাশ্যে এনেছে। সেই ছবি বিশ্লেষণ করে সংবাদসংস্থা এপি দাবি করেছে, এই উপগ্রহচিত্রটি ফোরডোর। ছবিতে দেখা যাচ্ছে, একসময়ের বাদামি রঙের পাহাড়ের কিছু অংশ ধূসর হয়ে গিয়েছে। হামলার আগের উপগ্রহচিত্রের থেকে যা কিছুটা আলাদা। এই ছবিই ইঙ্গিত দেয়, বিস্ফোরণের ফলে ঘটনাস্থলের চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। বাতাসে হালকা ধূসর ধোঁয়া ছড়িয়ে পড়ারও ইঙ্গিত মিলেছে। যদিও পরমাণুকেন্দ্রের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও পর্যন্ত জানায়নি ইরান। তারা শুধু জানিয়েছে, আমেরিকার হামলার পর ফোরডো, ইসফাহান এবং নাতান্জ়ের পরমাণুকেন্দ্রগুলির কাছে দূষণের কোনও খবর নেই। ওই এলাকায় জনগণের চিন্তার কোনও কারণও নেই বলে দাবি ইরানের।
গত ১৩ মে থেকে ইজ়রায়েল হামলা চালাচ্ছে ইরানে। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। পশ্চিম এশিয়ার সেই সংঘাতের দশম দিনে ময়দানে নেমেছে আমেরিকা। পর পর তিনটি পরমাণুকেন্দ্রে নিশানা করেছে তারা।