Advertisement
E-Paper

‘আপনি ইস্তফা দিচ্ছেন না কেন বলুন তো?’ তোপের মুখে পরিবেশ কর্তা

প্রশ্নকর্তার তির যাঁর দিকে ছোঁড়া হয়েছে, তিনি ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্তা— এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (ইপিএ)-র প্রধান স্কট প্রুইট।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৮ ০২:৪৮
জবাবদিহি: রেস্তরাঁয় স্কট প্রুইটের মুখোমুখি ক্রিস্টিন মিঙ্ক। ছবি: ফেসবুক

জবাবদিহি: রেস্তরাঁয় স্কট প্রুইটের মুখোমুখি ক্রিস্টিন মিঙ্ক। ছবি: ফেসবুক

সবে খাবার এসেছে টেবিলে। কিন্তু মুখে তোলার আগেই হাজির ছেলে কোলে এক মহিলা। সপাট প্রশ্ন, ‘‘আপনি ইস্তফা দিচ্ছেন না কেন বলুন তো?’’

প্রশ্নকর্তার তির যাঁর দিকে ছোঁড়া হয়েছে, তিনি ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্তা— এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (ইপিএ)-র প্রধান স্কট প্রুইট। ওয়াশিংটনের একটি রেস্তরাঁয় সে দিন খেতে গিয়েছিলেন তিনি। সঙ্গে এক বন্ধু এবং দুই নিরাপত্তা রক্ষী। সেখানেই স্কটকে পাকড়ান রেস্তরাঁয় খেতে আসা এক স্কুলশিক্ষিকা ক্রিস্টিন মিঙ্ক। পুরো ঘটনার ভিডিয়ো তুলেছেন ক্রিস্টিনই।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, বাচ্চা ছেলেকে কোলে নিয়ে স্কটের টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন ক্রিস্টিন। তাঁর দিকে হতবাক হয়ে তাকিয়ে স্কট। ক্রিস্টিন বলে চলেছেন, ‘‘পরিবেশ নিয়ে আপনি যা কাণ্ড করে চলেছেন, তাতে আপনার অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত। ইপিএ প্রধান হিসেবে আমাদের এমন এক জনকে দরকার যিনি পরিবেশের পরিবর্তনের বিষয়ে সচেতন এবং এমন কিছু পদক্ষেপ করবেন যাতে পরবর্তী প্রজন্মের উপকার হয়। দুর্নীতির ঠেলায় ষে কোনও দিন আপনাকে চাকরি খোয়াতে হবে। তার আগে নিজেই ইস্তফা দিচ্ছেন না কেন?’’

রিপাবলিকানপন্থী আইনজীবী স্কট প্রুইট গত বছর ফেব্রুয়ারি মাস থেকে ইপিএ-র দায়িত্বে রয়েছেন। আসা ইস্তক একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে চলেছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তের পিছনেও তাঁর যথেষ্ট ভূমিকা আছে বলে সূত্রের খবর। তা ছাড়া, স্ত্রীর চাকরির জন্য সুপারিশ, পদাধিকার বলে বাজারদরের থেকে অনেক কম টাকায় অত্যন্ত বিলাসবহুল বাড়ি কেনার মতো বিভিন্ন কাজের জন্যও সমালোচিত হয়েছেন তিনি।

এর আগেও রেস্তরাঁয় হেনস্থার শিকার হয়েছেন ট্রাম্প প্রশাসনের একাধিক শীর্ষ ব্যক্তি। ভার্জিনিয়ার এক রেস্তরাঁয় এক জনের ক্ষোভের মুখে পড়েছিলেন হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স। তা ছাড়া, ওয়াশিংটনে এক মেক্সিকান রেস্তরাঁয় বিক্ষোভের মুখে পড়েছিলেন হোয়াইট হাউসের আর এক কর্তা স্টিফেন মিলার।

Scott Pruitt EPA Chief
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy