গম্ভীর মুখে নিউজ ডেস্কে বসে রয়েছেন অ্যাঙ্কর। হলুদ ব্লেজার, হাল্কা মেক-আপে পরিমিত সাজ। শুরু হল লাইভ অনুষ্ঠান। খবর পড়া শুরুও করে দিয়েছিলেন অ্যাঙ্কর। হঠাৎই ছন্দপতন।
মস্কোয় একটি বাড়ি ভাঙা নিয়ে খবর পড়ছিলেন তিনি। হঠাৎই ডেস্কের নীচ থেকে অস্বাভাবিক আওয়াজ কানে আসে। নীচু হয়ে দেখতে গিয়ে চোখ কপালে ওঠে অ্যাঙ্করের। নিউজ রুমের ডেস্কের তলায় ওটা কী? দেখা গেল কালো রঙের বিশাল একটি ল্যাব্রাডর। কোনও ভাবে সকলের নজর এড়িয়ে ঢুকে পড়েছে সেটি। হঠাত্ এক লাফে সে উঠে পড়ে ডেস্কের উপর। তাকে দেখে ভয়ে সিঁটিয়ে যান অ্যাঙ্কর। ১৫ সেকেন্ড মতো নিউজ রুমের ভিতরেই ছিল সে। পুরো ঘটনাটিই ঘটেছে লাইভ ক্যামেরার সামনে। গোটা ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয় সেটি। ইতিমধ্যেই ৩৫ লক্ষ ভিউয়ার দেখে ফেলেছেন ভিডিওটি।
দেখুন সেই ভিডিও