Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Serbian Armies

যুদ্ধ-প্রস্তুতি সার্বিয়ার

অভ্যন্তরীণ শান্তি বিঘ্নিত হওয়া এবং পড়শি দেশের সম্ভাব্য হামলা, এই জোড়া আশঙ্কার মুখে কসোভোর প্রেসিডেন্ট ভিয়োসা ওসমানি। সব থেকে চিন্তা দেশের সার্ব-অধ্যুষিত এলাকা মিত্রোভিচা নিয়ে।

সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী মাইলোস ভুচেভিচ জানিয়েছেন, তাঁদের সেনাবাহিনী যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।

সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী মাইলোস ভুচেভিচ জানিয়েছেন, তাঁদের সেনাবাহিনী যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
বেলগ্রেড (সার্বিয়া) শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ০৮:০৮
Share: Save:

কসোভোয় বসবাসকারী সার্বদের উপরে হামলা চালানো হতে পারে, এই আশঙ্কায় যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে সার্বিয়া। সে দেশের সেনাবাহিনী যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে আজ জানিয়েছেন সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী মাইলোস ভুচেভিচ। পড়শি দেশের এই সেনা তৎপরতা কসোভোর পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।

অভ্যন্তরীণ শান্তি বিঘ্নিত হওয়া এবং পড়শি দেশের সম্ভাব্য হামলা— এই জোড়া আশঙ্কার মুখে কসোভোর প্রেসিডেন্ট ভিয়োসা ওসমানি। সব থেকে চিন্তা দেশের সার্ব-অধ্যুষিত এলাকা মিত্রোভিচা নিয়ে। এই শহরের সার্বদের উপরে হামলা চালাতে পারে ওসমানির বাহিনী, এই আশঙ্কা গত কয়েক দিন ধরেই বাড়ছে। গত ১০ ডিসেম্বর থেকে শহরের সার্ব অধ্যুষিত ও আলবেনীয় অধ্যুষিত এলাকার সংযোগকারী রাস্তায় বিশাল বিশাল ট্রাক রেখে এলাকা দু’টি পরস্পরের থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন শহরের সার্ব বাসিন্দারাই। কিন্তু খবর, সেনাবাহিনী সেই ব্যারিকেড ভেঙেই হামলা চালাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Serbia army War
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE