প্রকাশ্য রাস্তায় পথচারীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটল কানাডার টরন্টোতে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় এখনও পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও পাঁচ জন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, টরন্টোর নর্থ ইয়র্কের অদূরে লরেন্স হাইট্স এলাকায় এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক যুবক পথ চলতে চলতে আচমকা জনবহুল রাস্তার মাঝেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। আহত হন আরও কয়েক জন। তাঁদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের আঘাত গুরুতর। অন্য দিকে, এখনও পর্যন্ত আততায়ী যুবকের খোঁজ পাওয়া যায়নি। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে টরন্টো পুলিশ।
আরও পড়ুন:
অন্য দিকে, এই ঘটনায় শোক প্রকাশ করেছেন টরন্টোর মেয়র অলিভিয়া চাউ। তিনি বলেন, ‘‘লরেন্স হাইট্স এলাকায় গোলাগুলির খবরে আমি উদ্বিগ্ন। আমার দফতরের তরফে টরন্টো পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় কাউন্সিলর ডেপুটি মেয়র মাইক কোল-এর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।’’ পাশাপাশি, টরন্টো পুলিশ, দমকল এবং স্বাস্থ্যকর্মীদের তৎপরতার সঙ্গে পদক্ষেপ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন অলিভিয়া।