পাক সেনার উপর ফের হামলা চালাল বালোচ বিদ্রোহীরা। বিদ্রোহী গোষ্ঠী বালোচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) জোড়া হামলায় প্রাণ গিয়েছে অন্তত ১৪ জন পাক সেনাকর্মীর।
আরও পড়ুন:
বুধবার থেকে বালোচিস্তানে দু’টি পৃথক হামলার ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। প্রথমে বালোচিস্তানের বোলানে পাক সেনার কনভয়ে আইইডি হামলা চালায় বিএলএ-র স্পেশ্যাল ট্যাকটিক্যাল অপারেশন্স স্কোয়াড (এসটিওএস)। ইতিমধ্যে সেই ভিডিয়োও প্রকাশ্য এসেছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা যাচ্ছে, বোলানের শোরকান্ডে পাহাড়ি রাস্তায় চলতে চলতে আচমকা বিস্ফোরণে উড়ে গেল পাক সেনার একটি গাড়ি। সরকারি সূত্রে খবর, ওই বিস্ফোরণে ১২ জন পাক সেনাকর্মী প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন স্পেশ্যাল অপারেশন কমান্ডার তারিক ইমরান এবং সুবেদার উমর ফারুক। অন্য দিকে, বুধবার দুপুরে কেচের কুলাগ তিগরানেও পৃথক একটি বিস্ফোরণে পাক সেনার দুই কর্মীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
দু’টি হামলারই দায় স্বীকার করেছেন বালোচ বিদ্রোহীরা। এ বিষয়ে বালোচ লিবারেশন আর্মির মুখপাত্র জিয়ান্দ বালোচ বলেন, ‘‘যাঁরা বিএলএ-কে বিদেশি মদতপুষ্ট বলে অভিহিত করেন, তাঁদের জানা উচিত যে পাক সেনাবাহিনী নিজেরাই চিনা মদতে পুষ্ট একটি ভাড়াটে সশস্ত্র দল।’’ তিনি আরও জানিয়েছেন, পাক সেনা তাঁদের জমি দখলের চেষ্টা করছে। তাই আগামী দিনে এই ভাড়াটে সেনাবাহিনীর উপর আক্রমণ তীব্রতর করবেন বালোচ ভূমির ‘মুক্তিযোদ্ধা’রা।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই কোয়েটার অদূরে মার্গেটে পাক সেনার কনভয়ে হামলা চালিয়েছিল বিএলএ। ওই ঘটনায় মৃত্যু হয়েছিল ১০ সেনা জওয়ানের।