পহেলগাঁওয়ে জঙ্গিহানার প্রত্যাঘাত করেছে ভারত। মঙ্গলবার গভীর রাতের ‘অপারেশন সিঁদুর’-এর প্রায় ৩০ ঘণ্টা পর প্রকাশ্যে এল পাকিস্তানে ধ্বংসের আরও ছবি। মিলল কৃত্রিম উপগ্রহচিত্রও।
কৃত্রিম উপগ্রহ থেকে প্রাপ্ত ওই ছবিগুলি প্রকাশ্যে এনেছে ম্যাক্সার টেকনোলজিস নামে এক সংস্থা। আর তাতেই ধরা পড়েছে পাকিস্তানের বহাওয়ালপুর এবং মুরিদকেতে হামলার পরবর্তী চিত্র। বহাওয়ালপুরের উপকণ্ঠে জাতীয় সড়কের ধারে প্রায় ১৫ একর জমি জুড়ে রয়েছে জৈশ-ই-মহম্মদ (জেইএম)-এর প্রধান প্রশিক্ষণ এবং প্রচারকেন্দ্র। সেখানেই ছিল মারকাজ় শুভান আল্লা কমপ্লেক্স। ছিল শুভান আল্লা মসজিদও। ভারতের প্রত্যাঘাতের পর সেই ইমারতগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হামলার আগে ও পরের উপগ্রহচিত্রে দেখা যাচ্ছে, ভেঙে পড়েছে মসজিদের তিনটি গম্বুজ। ইমারতের স্থানে স্থানে বিস্ফোরণের চিহ্ন স্পষ্ট। দেওয়াল এবং মেঝেয় একাধিক গর্ত। কোথাও আবার ছাদের একাংশও ভেঙে পড়েছে।
আরও পড়ুন:
মঙ্গলবার রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ন’টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়। এই ন’টি জায়গার মধ্যে চারটি পাকিস্তানে এবং পাঁচটি পাক অধিকৃত কাশ্মীরে। বহাওয়ালপুর, মুরিদকে এবং সিয়ালকোট, মূলত এই তিনটি এলাকার জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়াই ছিল সেনার মূল লক্ষ্য। ওই সব জায়গায় বসেই ভারতে সন্ত্রাসবাদী হানার ছক কষা হয়েছিল বলে দাবি ভারতের। জৈশের ঘাঁটির পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় মুরিদকেতে লশকর-এ-ত্যায়বার ঘাঁটিতেও।