Advertisement
৩০ এপ্রিল ২০২৪
sinkhole

Sinkhole: সুইমিং পুলে স্নানে মজে, হঠাৎই গিলে নিল ৪৩ ফুট গভীর গর্ত!

পুলের মেঝে ধসে বিশালাকার একটি গর্ত তৈরি হয়। মুহূর্তে পুলের সমস্ত জল ৪৩ ফুট গভীর গর্তটি টেনে নেয়। সেই গর্তে পড়ে এক জনের মৃত্যু হয়।

ভয়ানক সেই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। ছবি সৌজন্য টুইটার।

ভয়ানক সেই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। ছবি সৌজন্য টুইটার।

সংবাদ সংস্থা
তেল আভিভ শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৬:৪৮
Share: Save:

পুল পার্টিতে মজে ছিলেন বেশ কয়েক জন। হঠাৎই সুইমিং পুলের নীচের একটি অংশ ধসে বিশাল গর্তের সৃষ্টি হয়। সাঁতার কাটার সময় সেই গর্তই পুলের জলসমেত এক সাঁতারুকে ভিতরে টেনে নেয়। ভয়ানক এই দৃশ্য প্রকাশ্যে এসেছে।

গ্লোবাল নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী, ইজরায়েলের কারমি ইয়োসেফ শহরে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সুইমিং পুলে স্নান করছিলেন কয়েক জন। হঠাৎই পুলের মেঝে ধসে বিশালাকার একটি গর্ত তৈরি হয়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে পুলের সমস্ত জল ৪৩ ফুট গভীর গর্তটি টেনে নেয়। দু’জন সেই জলের ঘূর্ণিতে পড়ে প্রায় তলিয়ে যেতে বসছিলেন। এক জনকে কোনও রকমে বাঁচানো গেলেও, অন্য আর এক জন জলের সঙ্গে ওই গর্তের মধ্যে ঢুকে যান।

পুলিশ সূত্রে খবর, সুইমিং পুলে ছ’জন স্নান করছিলেন। কিমহি নামে এক ব্যক্তি পুলের নীচে সৃষ্টি গর্তে পড়ে যান। মৃত্যু হয়েছে তাঁর। পরে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

sinkhole swimming pool Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE