Advertisement
E-Paper

পাকিস্তানে প্রধানমন্ত্রী পদের দৌড়ে ৬ জন প্রার্থী

পানামা কেলেঙ্কারিতে অভিযুক্ত নওয়াজ শরিফকে সে দেশের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদচ্যুত করে। আপাতত তাঁর দায়িত্ব সামলাচ্ছেন প্রাক্তন পেট্রোলিয়াম মন্ত্রী শাহিদ খকন আব্বাসি। সেই আব্বাসির বিরুদ্ধে লড়াইয়ে মঙ্গলবার মনোনয়পত্র জমা দিয়েছেন পাঁচ জন প্রার্থী।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৭ ১১:১৮
শাহিদ খকন আব্বাসি। রয়টার্সের তোলা ফাইল চিত্র।

শাহিদ খকন আব্বাসি। রয়টার্সের তোলা ফাইল চিত্র।

প্রধানমন্ত্রীর পদের জন্য লড়বেন ছ’জন প্রার্থী। বিরোধীদের মধ্যে প্রার্থী নিয়ে ঐকমত্য না হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আজ, মঙ্গলবারই নির্বাচন। তার আগে ছয় প্রার্থীই মনোনয়ন জমা দিয়েছেন।

পানামা কেলেঙ্কারিতে অভিযুক্ত নওয়াজ শরিফকে সে দেশের সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদচ্যুত করে। আপাতত তাঁর দায়িত্ব সামলাচ্ছেন প্রাক্তন পেট্রোলিয়াম মন্ত্রী শাহিদ খকন আব্বাসি। সেই আব্বাসির বিরুদ্ধে লড়াইয়ে মঙ্গলবার মনোনয়পত্র জমা দিয়েছেন পাঁচ জন প্রার্থী।

আরও পড়ুন

‘একনায়ক’ মাদুরো, নিষেধাজ্ঞা ট্রাম্পের

পাক প্রেসিডেন্ট মামুন হুসেন আগামিকাল ন্যাশনাল অ্যাসেম্বলির নেতা নির্বাচনে বিশেষ অধিবেশন ডেকেছেন। এর আগে সোমবার নিজেদের মধ্যে বৈঠক করে বিরোধী দলগুলি। ওই বৈঠকে নওয়াজ মনোনীত আব্বাসির বিরুদ্ধে কোনও এক জনের নাম উঠে আসেনি। এ দিন নওয়াজের দল পিএমএল-এন (পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ)-এর প্রার্থী তথা অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী আব্বাসির পাশাপাশি মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামি মুসলিম লিগের শেখ রশিদ শেখ। তাঁকে সমর্থন করছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। তবে রশিদের সমর্থনে এগিয়ে আসতে নারাজ পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। কারণ, পিপিপি-র নেতা তথা প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন রশিদ শেখ।

আরও পড়ুন

উত্তরাখণ্ডে ফের চিনা অনুপ্রবেশ

ফলে, ন্যাশনাল অ্যাসেম্বলির নেতা খুরশিদ শাহ ও নাভিদ কমরকে সমর্থন করবে বলে জানিয়েছেন পিপিপি নেতৃত্ব। একই সঙ্গে মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানের কিশওয়ার জেহরা ও জামাত-ই-ইসলামি দলের সাহিবজাদা তারিকুল্লাও তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Pakistan Election Pakistan Polls Pakistan Prime Minister Nawaz Sharif Shahid Khaqan Abbasi শাহিদ খকন আব্বাসি নওয়াজ শরিফ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy