দু’চোখ বোজা। ফর্সা মুখে নিখুঁত ভাবে ছাঁটা দাড়ি, মাথার চুল সুবিন্যস্ত। যেন গভীর ঘুমে রয়েছেন যুবক। দু’দশক ধরে এ ভাবেই কোমায় আচ্ছন্ন থাকা সৌদি আরবের ‘ঘুমন্ত রাজকুমার’ অল-ওয়ালিদ বিন খালিদ অল-সউদ (৩৬) মারা গেলেন। তাঁর পরিবারের তরফে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
১৯৯০ সালে সৌদির রাজ পরিবারে জন্ম ওয়ালিদের। রাজপুত্র খালিদ বিন তালাল অল সউদের জ্যেষ্ঠ পুত্র তিনি। কৈশোরে পড়াশোনার জন্য লন্ডনের একটি সেনা স্কুলে তাঁকে ভর্তি করা হয়। ২০০৫ সালে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হন রাজকুমার। তখন তাঁর বয়স মাত্র ১৫। মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে কোমায় চলে যান ওয়ালিদ। আমেরিকা ও ইউরোপের তাবড় চিকিৎসকেরা দীর্ঘ চেষ্টার পরে হাল ছেড়ে দেন। তাঁরা জানিয়ে দেন, রাজকুমারের চেতনা ফিরে আসার আর কোনও সম্ভাবনা নেই। কিন্তু হাল ছাড়েনি পরিবার। ওয়ালিদের বাবা খালিদ বিশ্বাস করতেন, এক দিন ঠিক জেগে উঠবে ছেলে। রিয়াধের রাজা আবদুলআজিজ় মেডিক্যাল সিটি হাসপাতালে ওয়ালিদকে তিনি নিয়ে আসেন। সেখানে গত কুড়ি বছর ধরে ‘লাইফ সাপোর্ট’-এর মাধ্যমে ঘুমিয়ে ছিলেন তিনি। ৩৬ বছর বছরের ছেলেকে বিদায় দিয়ে আজ এক্স হ্যান্ডলে একটি আবেগঘন পোস্ট করেছেন খালিদ। তিনি লিখেছেন, ‘‘সর্বময়ের ইচ্ছাই শেষ কথা। গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের আদরের সন্তান রাজকুমার ওয়ালিদ মারা গিয়েছেন।’’
দীর্ঘ ২০ বছর কোমায় আচ্ছন্ন থাকা ওয়ালিদ পরিচিত ছিলেন ‘ঘুমন্ত রাজকুমার’ হিসেবে। আশা, লড়াই, ধৈর্য আর সন্তানের প্রতি বাবার অপত্য স্নেহের প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। ২০১৯ সালে ওয়ালিদের পরিবার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে। তাতে রাজকুমারকে সামান্য হাত ও মাথা নাড়তে দেখা যায়। ফের আশায় বুক বাঁধেন বাবা। যদি ছেলে জেগে ওঠে! তবে চিকিৎসকেরা সে বারও জানান, এমন কিছুর হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এ বছরের গোড়ায় সৌদি জুড়ে রটে যায়, ঘুমন্ত রাজকুমার জেগে উঠেছেন। যদিও তড়িঘড়ি পরিবারের তরফে জানানো হয়, খবরটি ভুয়ো।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)