আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজ়া শান্তি চুক্তি বাস্তবায়িত করার লক্ষ্যে মিশরে বৈঠকে বসেছেন ইজ়রায়েল ও হামাসের প্রতিনিধিরা। আজ সেই আলোচনার তৃতীয় দিন। তবে কোনও সমাধান-সূত্র বেরোয়নি বলেই কূটনৈতিক সূত্রের খবর।
বৈঠক শুরু হয়েছে সোমবার। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধে ৭টার সময়ে দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছিল। কিন্তু দীর্ঘ আলোচনার পরেও কোনও রফাসূত্র মেলেনি। আজ সকালেই মিশরের উদ্দেশে রওনা দেন ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার ও আমেরিকান প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ হুইটকফ। শর্ম-এল-শেখ-এ তাঁদের বিমান পৌঁছছে বলে খবর। জানা গিয়েছে, এই দুই শীর্ষ আমেরিকান কূটনীতিক ছাড়াও শান্তি আলোচনায় যোগ দেবেন কাতারের প্রধানমন্ত্রী এবং তুরস্কের গোয়েন্দা প্রধান। এঁদের সকলের মধ্যস্থতায় আলোচনা থেকে দ্রুত কোনও মীমাংসা বার হতে পারে বলে আশাবাদী ট্রাম্প।
হামাসের প্রতিনিধিরা জানান, তাঁরাও চান এলাকায় দ্রুত শান্তি ফিরুক। বন্দি মুক্তির শর্ত মেনে ইজ়রায়েল বন্দি প্যালেস্টাইনিদের ছেড়ে দেবে বলে আশাবাদী তাঁরা। যে সব প্যালেস্টাইনি ইজ়রায়েলি সেনা ও প্রশাসনের হাতে বন্দি বা আটক, তাঁদের নামের একটা তালিকা ইজ়রায়েলি প্রতিনিধিদের হাতে তুলে দিয়েছেন হামাসের প্রতিনিধিরা। ইজ়রায়েল অবশ্য গাজ়া ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে। গত ২৪ ঘণ্টায় ইজ়রায়েলি ক্ষেপণাস্ত্র ও বোমাবর্ষণে অন্তত ৮ জন নিহত হয়েছেন, জখম ৬১ জন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)