‘আয়রন ম্যান’ ছবিটি দেখেছেন? সেখানে রবার্ট ব্রাউনি জুনিয়র যে পোশাকটা পরেছিলেন, এ বার অনেকটা সে রকম পোশাক তৈরি করা হচ্ছে মার্কিন সেনাদের জন্য। গত দু’বছর ধরে এই পোশাকের গবেষণা চলছে। তবে পোশাকটা যেন ভারি না হয় সে দিকটাও নজর রেখেছেন গবেষকরা।
এই পোশাক তৈরি হয়ে গেলে ঘাতক বুলেটও হার মানবে এর কাছে। এমনই দাবি করছেন মার্কিন বিজ্ঞানীরা। পোশাকটির নাম দ্য ট্যাকটিকাল অ্যাসল্ট লাইট অপারেটর স্যুট, সংক্ষেপে ‘ট্যালস’।
আরও পড়ুন: দেশে প্রথম, চার মহিলা এখন চার হাইকোর্টের শীর্ষে
আফগানিস্তানে যখন মার্কিন সেনারা লড়াই চালাচ্ছিল তালিবান ও আল-কায়েদার বিরুদ্ধে সে সময় অনেক সেনার মৃত্যু হয়। এ রকমই এক জওয়ান এক সাধারণ নাগরিককে বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে নিহত হন। তাই শত্রুদের গুলির হাত থেকে সেনাদের রক্ষা করতে শুরু হয় পোশাকের গবেষণা। অনেকটা আয়রন ম্যান-এর পোশাকের মতো দেখতে হবে বলে জানিয়েছেন গবেষকরা।
দেখুন সেই ভিডিও