মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরির সময় ডুবো তেলে আলুর এক পিঠ ভাজতে অন্তত সাত মিনিট সময় লাগে। ফ্রান্সের লুভ্রে জাদুঘর থেকে আটটি গয়না চুরি করতে তার চেয়েও কম সময় নিয়েছে দুষ্কৃতীরা!
রবিবার সকাল সাড়ে ৯টা (ফরাসি সময় অনুযায়ী)। আস্তে আস্তে ভিড় বাড়ছে প্যারিসের অন্যতম দর্শনস্থল লুভ্রের সামনে। নিরাপত্তারক্ষীরাও ঘোরাঘুরি করছেন আশপাশে। কিছু ক্ষণ পর পর্যটকেরা মিউজ়িয়ামের ভিতরে প্রবেশ করা শুরু করতেই ধরা পড়ে, নেপোলিয়নের গয়না লুট হয়ে গিয়েছে!
খবর রটে যেতে সময় নেয়নি। ‘ডাকাত পড়েছে’ গুঞ্জন ছড়িয়ে পড়তেই তত ক্ষণে তুমুল হুড়োহুড়ি লেগে গিয়েছিল জাদুঘরে। ছোটাছুটি শুরু করে দেন পর্যটকেরা। তার কিছু ক্ষণের মধ্যে পর্যটকদের জাদুঘর থেকে বার করে বন্ধ করে দেওয়া হয় লুভ্র। ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। তাদের দাবি, সুপরিকল্পিত ভাবেই এই লুট করা হয়েছে। প্রাথমিক ভাবে ফ্রান্সের সংবাদ সংস্থা ‘এএফপি’ জানায়, সকাল সাড়ে ৯টা থেকে ৯টা ৪০-এর মধ্যে ঘটনাটি ঘটেছে। যদিও পরে সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রী লরা নুনিয়া জানান, সাত মিনিটেরও কম সময়ের মধ্যে এই অপারেশন চালানো হয়েছে।
ফরাসি সংবাদমাধ্যম ‘লা প্যারিসিয়েন’-কে মন্ত্রী জানিয়েছেন, তিন-চার জন ঘটনাটি ঘটিয়েছেন। অ্যাপোলো গ্যালারির দু’টি জিনিস তাঁদের নজরে ছিল। তাঁরা আগে রেকি করেও গিয়েছিলেন। মন্ত্রীর কথায়, ‘‘কোত্থেকে চেরি পিকার (এক ধরনের হাইড্রলিক ল্যাডার) পেয়েছিল ওরা? সেটির সাহায্য নিয়ে জাদুঘরের ভিতরে প্রবেশ করেছে। তার পর অমূল্য গয়নাগাটি চুরি করে পালিয়েছে!’’
লিয়োনার্দো দ্য ভিঞ্চির প্রখ্যাত শিল্পকর্ম ‘মোনা লিসা’র ঘর বলেই পরিচিত লুভ্র। প্রায় ৩ লক্ষ ৮০ হাজার দ্রষ্টব্য রয়েছে এই জাদুঘরের সংগ্রহে। প্রদর্শিত অন্তত ৩৫ হাজার।
বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, জাদুঘরের যে পাশ দিয়ে শ্যেন নদী বইছে, সেই অংশে সংস্কারের কাজ চলছে। সংস্কারের কাজের প্রয়োজনে যে বাস্কেট লিফ্ট ব্যবহার করা হচ্ছে, তাতে করেই উপরে উঠেছিল দুষ্কৃতীরা। তার ডিস্ক কাটার (গাছ বা কাঠ কাটার যন্ত্র) দিয়ে জানলা কেটে তারা ভিতরে প্রবেশ করে। দু’জন ভিতরে ঢুকেছিলেন। এক জন বাইরে ছিলেন বলে দাবি করেছে স্থানীয় সংবাদমাধ্যমগুলি।
যদিও এ ঘটনা নতুন নয়। লুভ্র থেকে আগেও বহুমূল্য জিনিস চুরি গিয়েছে। ১৯১১ সালে সেখান থেকে মোনা লিসার ছবিই চুরি গিয়েছিল। জাদুঘরেরই এক কর্মী তা চুরি করেছিলেন। দু’বছর পরে সেই ছবি উদ্ধার হয়।
(প্রথমে জানা গিয়েছিল, লুভ্রের আপোলোঁ গ্যালারিতে ঢুকে ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট এবং তাঁর সম্রাজ্ঞী জোসেফিনের গয়না চুরি করেছে দুষ্কৃতীরা। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রক সোমবার চুরি যাওয়া গয়নার তালিকা প্রকাশ করে জানিয়েছে, রবিবার নেপোলিয়ান বা জোসেফিনের গয়না চুরি যায়নি। ফ্রান্সের রানি মারি আমেলি এবং রানি হোর্তঁসের গয়না চুরি গিয়েছে।)