Advertisement
০৯ মে ২০২৪

কোমিকে ছাঁটাই বড় ভুল: ব্যানন

হোয়াইট হাউসের পাট চুকিয়ে ব্যানন এখন পুরোদস্তুর সাংবাদিক সম্পাদক। অগস্টের মাঝামাঝি ট্রাম্প তাঁকেও ছেঁটে ফেলেছিলেন।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৭ ০২:২৫
Share: Save:

এক প্রাক্তনের পাশে দাঁড়াতে গিয়ে বর্তমানকেই একহাত নিলেন আর এক প্রাক্তন। ‘অযোগ্য’ তকমা দিয়ে এফবিআই প্রধান জেমস কোমিকে এক চিঠিতেই ছেঁটে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ থেকে চার মাস আগে। রবিবার সেই প্রসঙ্গে বোমা ফাটালেন হোয়াইট হাউসের প্রাক্তন মুখ্য মন্ত্রণাদাতা স্টিভ ব্যানন। মার্কিন সংবাদমাধ্যমকে জানালেন, কোমিকে ছাঁটাই রাজনীতির ইতিহাসে সব চেয়ে বড় ভুল। তাঁর স্পষ্ট যুক্তি— জাস্টিস ডিপার্টমেন্ট, কিংবা হাউসের স্পিকারের মতো মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-ও একটা প্রতিষ্ঠান। তাই চাইলেই এর প্রধানকে ছেঁটে ফেলা যায় না।

হোয়াইট হাউসের পাট চুকিয়ে ব্যানন এখন পুরোদস্তুর সাংবাদিক সম্পাদক। অগস্টের মাঝামাঝি ট্রাম্প তাঁকেও ছেঁটে ফেলেছিলেন। বস্তুত তার পর থেকেই ব্যানন ধারাবাহিক ভাবে তোপ দেগেছেন ‘দ্বিধাবিভক্ত’ এবং ‘দিশাহীন’ হোয়াইট হাউসের বিরুদ্ধে। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্ত করছিলেন কোমি। সে জন্যই তাঁকে বরখাস্ত করা হলো কি না, প্রশ্ন ওঠে তখনই। কিন্তু ব্যাননও তো সেই সময় স্বপদে বহাল ছিলেন। তখন কেন প্রতিবাদ করেননি! উত্তরে ব্যানন বলেন, ‘‘স্পষ্ট প্রতিবাদ করেছি। কিন্তু তাতে কাজ হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

James Comey Steve Bannon Donald Trump US
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE