আফগানিস্তানের আবাসন মন্ত্রকের দফতরে আত্মঘাতী হামলায় এক জন নিহত হয়েছেন। গুরুতর জখম আরও তিন।
আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী আব্দুল মতিন সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, এক জন আত্মঘাতী হামলাকারী মন্ত্রকের দফতরে প্রবেশের চেষ্টা করে। নিরাপত্তারক্ষীরা তাকে আটকানোর চেষ্টা করে। বিপদ বুঝে তাকে গুলি করে। হামলাকারীর শরীরে বাঁধা বোমা বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে এক জন নিহত হয়েছেন। গুরুতর জখম হয়েছেন তিন জন।
তবে এই হামলার দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি বলে মন্ত্রক সূত্রে দাবি করা হয়েছে। ২০২১ সালে তালিবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকেই ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠী একের পর এক হামলা চালাচ্ছে বলে দাবি আফগান প্রশাসনের। এর আগেও বেশ কয়েকটি হামলায় আফগান প্রশাসনের শীর্ষ কর্তা, কূটনীতিক, রাষ্ট্রদূত এমনকি সাধারণ নাগরিকদের শিকার বানিয়েছে আইএস।
বৃহস্পতিবারের এই হামলায় আইএস জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে বলে মনে করছে আফগান প্রশাসন। গত ডিসেম্বরেও বড় আত্মঘাতী হামলা চালানো হয় আফগানিস্তানে। সেই সময় আইএস জঙ্গিরা সেই হামলার দায় স্বীকার করেছিল। বৃহস্পতিবারের হামলার কয়েক ঘণ্টা আগেই উত্তর আফগানিস্তানে একটি ব্যাঙ্কে হামলা চালায় আইএস জঙ্গি। সেই হামলায় নিহত হয়েছেন আট সাধারণ নাগরিক।