মাদক পাচারের সময় গ্রেফতার হলেন ব্রাজিলের দুই মহিলা। পায়ুদ্বারে প্রায় ২ কেজি কোকেন লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন তাঁরা। পাচারের সময় দিল্লি বিমানবন্দরে তাঁদের গ্রেফতার করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন, এই মাদক দক্ষিণ আমেরিকা থেকে ইউরোপ হয়ে ভারতে নিয়ে আসা হয়েছিল। কিন্তু কোথায় পাচার করা হচ্ছিল তা জানার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
বৃহস্পতিবার শুল্ক দফতরের আধিকারিকেরা খবর পান, দুই বিদেশি মহিলা শরীরের মধ্যে লুকিয়ে মাদক পাচার করছেন। আর তার পরই নজরদারি আরও বৃদ্ধি করা হয় বিমানবন্দরে। শুল্ক দফতরের আধিকারিকরা জানিয়েছেন, ৯৩টি ক্যাপসুলে ভরে কোকেন পাচার করা হচ্ছিল। পায়ুদ্বারে লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। বিমানবন্দরে পরীক্ষার সময় ৩৮টি ক্যাপসুল উদ্ধার করা হয়েছে। বাকি ক্যাপসুলগুলি উদ্ধারের জন্য চিকিৎসকদের সাহায্য নেওয়া হয়। ধৃতদের সফদরজং হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষার পর ৫৫টি ক্যাপসুল বার করা হয়।
কয়েক দিন আগেও ১২ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেন শুল্ক দফতরের আধিকারিকেরা। সাও পাওলো থেকে প্যারিস হয়ে দিল্লিতে এসেছিলেন এক বিদেশি। বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।