দিন তিনেক আগেই আইসিসের হাত থেকে মসুলের আল নুরি মসজিদ পুনরুদ্ধার করে ইরাকি সেনা ঘোষণা করেছিল ‘খিলাফত শেষ’। তবে যে কোনও মুহূর্তে যে ফের হামলা হতে পারে সেই আশঙ্কাও প্রকাশ করা হয়েছিল তখনই। সেই আশঙ্কাই সত্যি হল। আইসিসের আত্মঘাতী হামলায় কেঁপে উঠল ইরাকের এক শরণার্থী শিবির। নিহত হলেন অন্তত ১৪ জন।
রবিবার রাতে আনবার প্রদেশের আল ওয়াফায় ‘কিলো ৬০’ নামের ওই শরণার্থী শিবিরে হামলাটি ঘটেছে। বোরখা পরে শরণার্থী শিবিরে এসেছিল আত্মঘাতী ওই জঙ্গি। শিবিরে ঢুকে বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয় সে। মৃত্যু হয় অন্তত ১৪ জনের। নিহতদের মধ্যে বেশির ভাগই মহিলা ও শিশু। হামলায় মৃত্যু হয়েছে একজন পুলিশ কর্মীরও। আহত হয়েছেন অন্তত ২০ জন।
আরও পড়ুন: ভারতে হামলা করেছি, চাইলে আবারও করতে পারি, হুঙ্কার সালাউদ্দিনের