বিক্ষোভ মিছিল মৃত্যু মিছিলে পরিণত হল কাবুলে। শনিবার সকালে কয়েক হাজার মানুষ দেহমাজাং সার্কেলে জমায়েত হয়েছিলেন। হঠাত্ই পর পর দু’টি জোরাল বিস্ফোরণ হয়। নিহত হন কমপক্ষে ৬১ জন। আহত বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রশাসন। বিস্ফোরণের পরই দায় স্বীকার করে আইএস জঙ্গি সংগঠন।
পুলিশ জানিয়েছে, এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ। বিক্ষোভকারীদের ভিড়ে মিশে গিয়েছিল তিন মানববোমা। তাঁরা যখন দেহমাজাং সার্কেলে পৌঁছন সেই সময়ই আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বোরখা পরে এসেছিল।
আরও খবর...