তাইওয়ানে তাণ্ডব চালিয়ে চিনে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মেরান্তি। আবহবিদরা জানান, এ বছরের সব চেয়ে শক্তিশালী এই ঘূর্ণিঝড় যখন বৃহস্পতিবার ভোরে চিনের জিয়ামেন শহরে এসে পৌঁছয়, তার শক্তি অনেকটাই কমে গিয়েছে। তবে স্থানীয়দের মতে, শক্তি হারানোর পরেও মেরান্তির দাপট কম ছিল না।
তাইওয়ানের পরে এই ঝড়ে তাই বিধ্বস্ত চিন। প্রশাসন সূত্রের খবর, এ সময় চিনে তিন দিনের ছুটি ছিল। সাজানো হয়েছিল জিয়ামেন শহর। এক রাতের ঝড়ে তছনছ হয়েছে সব। বাতিল হয়েছে বেশ কিছু উড়ান ও ট্রেন। গাছ পড়ে ভেঙেছে গাড়ি। বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সকালে দেখা যায়, ইতিউতি ছড়িয়ে ভাঙা কাঁচ, ভেঙে পড়া কাঠামো আর গাছ। ফুজিয়ান প্রদেশে একটি ৮০০ বছরের পুরনো কাঠের সেতু ভেঙে পড়েছে।
তাইওয়ানে মেরান্তির দাপটে এ পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে। জখম ৩৮ জন। সমুদ্র উপকূলে জরুরি বার্তা পাঠিয়ে জেলে নৌকা ফেরানোর নির্দেশ দিয়েছিল চিনের প্রশাসন। বন্যায় প্রাণহানি এড়াতে অন্তত ১০ হাজার মানুষকে ইতিমধ্যেই নিরাপদ দূরত্বে সরানো হয়েছে।