Advertisement
১৮ মে ২০২৪

অস্বাভাবিক মৃত্যু স্বরাজ পল-পুত্রের

নিজের পেন্টহাউসের আট তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল শিল্পপতি স্বরাজ পলের ছেলে অঙ্গদ পলের। গত কাল সকালের ঘটনা। খবর পেয়ে তড়িঘড়ি পোর্টল্যান্ড প্লেসে ছুটে আসে পুলিশ। তারা এসে দেখে অ্যাপার্টমেন্টের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বছর ৪৫-এর অঙ্গদের দেহ।

নিজস্ব সংবাদদাতা
লন্ডন শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৫ ০৩:৪০
Share: Save:

নিজের পেন্টহাউসের আট তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল শিল্পপতি স্বরাজ পলের ছেলে অঙ্গদ পলের।

গত কাল সকালের ঘটনা। খবর পেয়ে তড়িঘড়ি পোর্টল্যান্ড প্লেসে ছুটে আসে পুলিশ। তারা এসে দেখে অ্যাপার্টমেন্টের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বছর ৪৫-এর অঙ্গদের দেহ। ওই অ্যাপার্টমেন্টেরই অন্য একটি তলায় থাকেন স্বরাজ ও অরুণা পল। আর এক তলায় থাকেন অঙ্গদের যমজ ভাই অম্বর, আকাশ ও তাঁদের স্ত্রী-সন্তানরা। পরিবারের তরফে অবশ্য অঙ্গদের মৃত্যু সম্পর্কে মুখ খোলা হয়নি। তবে সন্দেহ করা হচ্ছে, অঙ্গদ নিজেই ঝাঁপ দিয়েছিলেন।

কিন্তু কেন? এ নিয়েও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে বেশ কিছু দিন ধরেই খবর, প্রায় দেউলিয়া দশা তাঁদের ইস্পাত ব্যবসার।

ব্রিটেনে ধনীদের তালিকায় প্রথম পঞ্চাশে রয়েছেন স্বরাজ পল। গাড়ির যন্ত্রাংশ থেকে হোটেল-হাসপাতাল, নানা ধরনের ব্যবসা রয়েছে তাঁদের। রানির দেশে ‘লর্ড’ খেতাব পেয়েছিলেন তিনি। ব্রিটিশ রাজনীতি ও শিক্ষাজগতেও এই ভারতীয় বংশোদ্ভূতের যথেষ্ট প্রতিপত্তি। এ হেন স্বরাজ পলের সংস্থা ক্যাপারো ইন্ডাস্ট্রিজের অবস্থা সম্প্রতি খুবই সঙ্গিন। তাদের কুড়িটির মধ্যে ষোলোটি ব্যবসাই ধুঁকছে। এতটাই যে ক্যাপারোকে পাঠাতে হয়েছে ‘অ্যাডমিনিস্ট্রেশন’-এর হেফাজতে। ইতিমধ্যেই ক্যাপারোর বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গিয়েছে। বহু কর্মী ছাঁটাই হয়েছেন।

১৯৯৬ সালে স্বরাজ পল ক্যাপারোর দায়িত্ব তুলে দিয়েছিলেন অঙ্গদের হাতে। গত কয়েক বছরে বেশ কিছু প্রকল্পে ধাক্কা খান তিনি। ৮ লক্ষ পাউন্ড মূল্যের একটি সুপারকার তৈরির পরিকল্পনা নিয়েছিলেন। ফিল্ম প্রযোজনাতেও পা দেন। একের পর এক ব্যবসায় ধাক্কা খেয়েই কি এই পরিণতি? সংস্থা বা তাঁদের পরিবারের তরফে এর স্পষ্ট জবাব মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Swraj Paul London falls to death Angad Paul
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE