Advertisement
১৭ মে ২০২৪

সিরিয়ায় রুশ হামলা নিয়ে সরব আমেরিকা

সন্ত্রাস দমনের নামে বর্বরতা চালাচ্ছে রাশিয়া। রাষ্ট্রপুঞ্জের কনভয়ে হামলা তো বটেই, রুশ বিমান হামলা থেকে রেহাই নেই আলেপ্পোর সাধারণ মানুষেরও। রবিবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে এমনটাই অভিযোগ করেছেন মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার।

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩৪
Share: Save:

সন্ত্রাস দমনের নামে বর্বরতা চালাচ্ছে রাশিয়া। রাষ্ট্রপুঞ্জের কনভয়ে হামলা তো বটেই, রুশ বিমান হামলা থেকে রেহাই নেই আলেপ্পোর সাধারণ মানুষেরও। রবিবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে এমনটাই অভিযোগ করেছেন মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার। সিরিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে মস্কো মিথ্যে প্রচার করে আসছে বলেও সরব হন তিনি। সাম্প্রতিক যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পরে ধারাবাহিক বিমান হামলায় আলেপ্পো প্রদেশে ২০০-রও বেশি সাধারণ মানুষ মারা গিয়েছেন বলে দাবি একাধিক মানবাধিকার সংগঠনের। গত বৃহস্পতিবার আলেপ্পোকে বিদ্রোহীদের দখলমুক্ত করার নির্দেশ দিয়েছিল দামাস্কাস। ওয়াশিংটনের অভিযোগ, এর পর থেকেই ‘ভয়ানক বর্বরতা’ শুরু করেছে মস্কো। যদিও রাষ্ট্রপুঞ্জে সিরিয়ার রাষ্ট্রদূত এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Syria
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE