Advertisement
০২ মে ২০২৪
taliban

Taliban: সংখ্যালঘুদের দেশে ফেরার বার্তা তালিবানের

গত ২৪ জুলাই এ বিষয়ে কাবুলের হিন্দু-শিখ কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন তালিবান বিদেশ মন্ত্রকের ডিরেক্টর-জেনারেল মুল্লা আব্দুল ওয়াসি।

ফাইল ছবি

ফাইল ছবি

সংবাদ সংস্থা
কাবুল শেষ আপডেট: ২৭ জুলাই ২০২২ ০৮:১৮
Share: Save:

দেশে নিরাপত্তার হাল ফিরেছে। এই আশ্বাস দিয়ে আফগানিস্তান ছেড়ে চলে যাওয়া সংখ্যালঘু হিন্দু, শিখদের ফিরে আসার বার্তা দিল সে দেশের তালিবান সরকার।

দেশের ‘আর্মি চিফ অব স্টাফ’-এর তরফে টুইট করে বিষয়টি জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, গত ২৪ জুলাই এ বিষয়ে কাবুলের হিন্দু-শিখ কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন তালিবান বিদেশ মন্ত্রকের ডিরেক্টর-জেনারেল মুল্লা আব্দুল ওয়াসি। সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি নিয়ে নেতাদের আশ্বস্ত করেন তিনি। সরকারি বিবৃতি অনুযায়ী, ভবিষ্যৎ নিয়ে সংখ্যালঘু নেতারা আশাবাদী। গত মাসে কাবুলের কারতে পারওয়ান গুরুদ্বারে আইএস (কেপি) জঙ্গিদের হামলা রুখে দেওয়ার জন্য তালিবান প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।

১৮ জুন সকালে ওই গুরুদ্বারে প্রার্থনার সময় হামলা চালায় আইএস জঙ্গিরা। তখন গুরুদ্বারের ভিতরে অন্তত ২৫-৩০ জন ছিলেন। তাঁদের মধ্যে জনা কুড়ি পালিয়ে বাঁচেন। সে দিনের হামলায় গুরুদ্বারের রক্ষী আহমেদ-সহ এক শিখের মৃত্যু হয়। তবে যথা সময়ে তালিবান নিরাপত্তারক্ষীরা এসে পড়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে দাবি সরকারের। ঘটনাটির মাস খানেক আগে এই গুরুদ্বারেই জঙ্গি হামলার আর একটি ঘটনা ঘটেছিল। গত বছর অক্টোবরে সেখানে হামলার উদ্দেশে ১৫-২০ জন আততায়ী ঢুকে পড়ে। নিরাপত্তারক্ষীদের বেঁধে ফেলে হামলা চালায় তারা। তবে সে বার প্রাণহানি ঘটেনি। ২০২০ সালের মার্চে কাবুলের শ্রী গুরু হররাই সাহিব গুরুদ্বারে জঙ্গি হামলায় ২৭ জন শিখ নিহত হন। জখম হন অনেকে। সব ক্ষেত্রেই হামলার দায় নিয়েছিল আইএস (কেপি)।

আফগানিস্তানে সংখ্যালঘু শিখ সম্প্রদায় বার বার জঙ্গি হামলার নিশানায় থেকেছে। বিশেষ করে দেশে পালা বদলের পরে হামলার তীব্রতা বেড়েছে। নিরাপত্তার অভাবে ঘর-বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন তাঁদের অধিকাংশই।

সম্প্রতি সংখ্যালঘুদের নিরাপত্তা আঁটসাঁট করার পাশাপাশি ক্ষতিপূরণের দিকেও নজর দিয়েছে তালিবান সরকার। কাবুলের কারতে পারওয়ান গুরুদ্বারে নিহতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে প্রশাসন। গুরুদ্বারে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। প্রার্থনা ভবনের ক্ষতিগ্রস্ত অংশের পুনর্নিমাণে তালিবান সরকার ৭৫ লক্ষ আফগানি বরাদ্দ করেছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

taliban Security
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE