এক মহিলাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘিরে প্রবল উত্তেজনা ছড়াল আমেরিকার শিকাগো শহরে। মহিলাকে গুলি করে সীমান্তরক্ষী বাহিনী। তাঁদের বক্তব্য, তাঁরা নিয়মমাফিক তল্লাশি চালাচ্ছিলেন। এই রকম সময়ে ১০টি গাড়ি এসে তাঁদের ধাক্কা মারতে যায়। এর মধ্যে একটি গাড়ি চালাচ্ছিলেন ওই মহিলা। তাঁর কাছে সেমি-অটোমেটিক আগ্নেয়াস্ত্র ছিল। আত্মরক্ষার্থে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বাহিনী।
পুলিশের খাতায় আগে থেকেই নাম ছিল ওই মহিলার। ‘ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিয়োরিটি’-র মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলগলিন জানিয়েছেন, এর আগেও প্রকাশ্যে সরকারি গোয়েন্দাদের চিহ্নিত করে লোকজনকে তাঁদের উপরে হামলা চালানোর জন্য উৎসাহিত করার অভিযোগ উঠেছিল মহিলার বিরুদ্ধে। আজ ব্রাইটন পার্ক অঞ্চলে সাউথ ক্যালিফোর্নিয়া অ্যাভিনিউ ও ওয়েস্ট ৩৫ স্ট্রিটের মোড়ে সকাল সাড়ে ১০টা নাগাদ গুলি চালানোর ঘটনাটি ঘটে।
সাম্প্রতিক কালে বহু বার উত্তেজনা ছড়িয়েছে শিকাগোয়। অবৈধ অভিবাসন নিয়ে গোলমাল ছড়িয়েছে। হাজার জনের বেশি লোকজনকে গ্রেফতার করা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ-মিছিলও করেছে সাধারণ মানুষ। তাঁদের অভিযোগ, সরকারি গোয়েন্দারা যখন-তখন বাড়িতে ঢুকে পড়ছেন, তল্লাশি চালাচ্ছেন। হেলিকপ্টার থেকে বাড়ির ছাদে নামছেন। বাড়ি বন্ধ থাকলে দরজা ভেঙে ঢুকে পড়ছেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বক্তব্য, ভেনেজ়ুয়েলার ‘ত্রেন দে আরাগুয়া’ দুষ্কৃতী দলের জন্য শহরে অপরাধ বাড়ছে। তাই এই ধরনের পদক্ষেপ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)