Advertisement
E-Paper

বুরকিনা ফাসোর রেস্তোরাঁয় জঙ্গি হামলা, হত ১৭

‘আজিজ ইস্তানবুল রেস্তোঁরা’‌র বাইরে খোলা আকাশের নীচে বসে খাবার খাচ্ছিলেন সাধারণ মানুষ। আচমকাই তাঁদের ওপর চড়াও হয় জঙ্গিরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৭ ০৯:০০
চলছে উদ্ধার কাজ। ছবি: রয়টার্স।

চলছে উদ্ধার কাজ। ছবি: রয়টার্স।

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর এর রেস্তোরাঁয় জঙ্গি নাশকতায় ১৭ জন নিহত। রবিবার রাত ৯টা নাগাদ রাজধানী কোয়াগাদুগুর কোয়ামে এনক্রুমা অ্যাভিনিউয়ে হাজির হয় ৩ সশস্ত্র জঙ্গি। সেই সময় ‘আজিজ ইস্তানবুল রেস্তোঁরা’‌র বাইরে খোলা আকাশের নীচে বসে খাবার খাচ্ছিলেন সাধারণ মানুষ। আচমকাই তাঁদের ওপর চড়াও হয় জঙ্গিরা। গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয় তারা। অতর্কিত হামলায় মোট ১৭ জন প্রাণ হারিয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। তবে একজন তুর্কি ছাড়া এখনও পর্যন্ত বাকিদের শণাক্ত করা যায়নি।

আরও পড়ুন: দক্ষিণপন্থীদের মিছিল ঘিরে অশান্তি, নিহত ৩

দুই বিদেশি নাগরিক সহ কমপক্ষে ১০ জন জখমও হয়েছেন। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে বুরকিনা ফাসোর সহেল অঞ্চলের আল কায়দার শাখা সংগঠনের তরফে হামলা চালানো হয়েছে বলে ধারণা স্থানীয় প্রশাসনের। জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নেমেছে দেশের নিরাপত্তাবাহিনী। কোয়াগাদুগুর বিমানবন্দর সংলগ্ন সমস্ত রাস্তার যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
এর আগে, ২০১৬ সালের জানুয়ারি মাসে ওই কোয়ামে এনক্রুমা অ্যাভিনিউয়েরই একটি হোটেল ও ক্যাপুচিনো রেস্তোরাঁর বাইরে ঠিক একই কায়দায় হামলা চালায় জঙ্গিরা। প্রায় ১৭০ জনকে পণবন্দি করা হয়েছিল। যার মধ্যে ৩০ জনকে হত্যা করা হয়। সে সময় হামলার দায় নিয়েছিল আল কায়দা।

Burkina Faso Terrorist Attack Burkina Faso cafe attack West Africa কোয়াগাদুগু বুরকিনা ফাসো
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy