Advertisement
১৯ এপ্রিল ২০২৪

হদিস নেই ফুটবল দলের

টানা এক সপ্তাহের তল্লাশির পরেও খোঁজ মিলল না তাইল্যান্ডের গুহায় নিখোঁজ ১২ কিশোর ও তাঁদের প্রশিক্ষকের। গত শনিবার থাম লুয়াং নামে উত্তর তাইল্যান্ডের অত্যন্ত জনপ্রিয় ও দীর্ঘতম ওই গুহায় ঢোকার পর আর বেরিয়ে আসেনি ওই দলটি।

ছবি: এএফপি।

ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
তাইল্যান্ড শেষ আপডেট: ০১ জুলাই ২০১৮ ০৩:০১
Share: Save:

টানা এক সপ্তাহের তল্লাশির পরেও খোঁজ মিলল না তাইল্যান্ডের গুহায় নিখোঁজ ১২ কিশোর ও তাঁদের প্রশিক্ষকের। গত শনিবার থাম লুয়াং নামে উত্তর তাইল্যান্ডের অত্যন্ত জনপ্রিয় ও দীর্ঘতম ওই গুহায় ঢোকার পর আর বেরিয়ে আসেনি ওই দলটি।

পুলিশ জানাচ্ছে, স্থানীয় একটি ফুটবল দলের সদস্য ১১ থেকে ১৬ বছরের ওই কিশোরেরা মাঝেমাঝেই তাদের প্রশিক্ষকের সঙ্গে গুহাটিতে ঢুকত। গত শনিবারও ফুটবল প্রশিক্ষণ শেষে গুহায় ঢুকেছিল তারা। কয়েক দিনের টানা বৃষ্টিপাতে গুহাটি জলমগ্ন থাকায় তাদের ভেসে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গুহার বাইরে প্রার্থনায় বসেছেন নিখোঁজদের পরিজনেরা।

তল্লাশিতে নেমেছে হাজারেরও বেশি উদ্ধারকারী। জলমগ্ন গুহায় ঢুকে তল্লাশি চালাচ্ছেন তাইল্যান্ড সেনার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরিরা। সঙ্গে রয়েছে ব্রিটিশ ডুবুরি এবং মার্কিন সেনার একটি উদ্ধারকারী দলও। পাথর কেটে নতুন রাস্তা বানিয়ে গুহায় ঢুকছেন তাঁরা। পাথর কেটে খাবার, জল, টর্চ সরবরাহ করা হচ্ছে ভিতরে। গুহা থেকে জল পাম্প করে বার করা হচ্ছে লাগাতার। বাইরে অপেক্ষা করছে চিকিৎসকদের দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Thai cave rescue Football Team Rescue
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE