Advertisement
২৫ এপ্রিল ২০২৪
taliban

Afghanistan: বন্ধ হল কাবুলের ভারতীয় দূতাবাস, ফিরছেন কূটনীতিক ও কর্মীরা, দাবি সংবাদমাধ্যমের

এর আগে কন্দহর, হেরাট এবং মাজার-ই-শরিফের তিনটি ভারতীয় কনস্যুলেট বন্ধ করে দেওয়া হয়েছিল।

কাবুলের ভারতীয় দূতাবাস।

কাবুলের ভারতীয় দূতাবাস। নিজস্ব চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ২২:৫১
Share: Save:

বিদেশ মন্ত্রকের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছিল আগেই। সোমবার রাতে কাবুলের ভারতীয় দূতাবাসটি ‘কার্যত’ বন্ধ করে দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। যদিও সরকারি তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

একটি সূত্র জানাচ্ছে, ওই দূতাবাসে কর্মরত সমস্ত ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আপাতত, সেখানে কাজ করবেন শুধু আফগান কর্মীরা।

গত দু’দশকে একাধিক বার কাবুলের ওই ভারতীয় দূতাবাস আক্রান্ত হয়েছে। প্রতি বারই হামলার পিছনে উঠে এসেছে তালিবান নেতা সিরাজুদ্দির হক্কানির নেটওয়ার্কের নাম। আমেরিকার সেনা প্রত্যাহার পর্ব শুরু হওয়ার পর থেকেই আফাগানিস্তানের বিভিন্ন প্রদেশের দখল নিতে শুরু করেছিল তালিবান। তারই প্রেক্ষিতে এর আগে আফগানিস্তানের কন্দহর, হেরাট এবং মাজার-ই-শরিফের তিনটি ভারতীয় কনস্যুলেট বন্ধ করে দেওয়া হয়েছিল। সেখানে কর্মরত কূটনীতিক ও অন্যান্য কর্মীদের ভারতে ফেরত আনা হয়েছিল।

সোমবার রাতে কাবুলে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে গিয়েছে ভারতীয় বায়ুসেনার বৃহত্তম ‘ট্যাকটিক্যাল এয়ারলিফ্টার’ ৩-১৭ গ্লোবমাস্টার। তাতেই দূতাবাসের কূটনীতিক ও কর্মীদের ফিরিয়ে আনা হতে পারে বলে জানা গিয়েছে।

(প্রতিবেদনটি প্রথম বার প্রকাশিত হওয়ার সময় বেজিংয়ে ভারতীয় দূতাবাসের ছবিকে আফগানিস্তানে ভারতীয় দূতাবাসের ছবি বলে উল্লেখ করা হয়েছিল। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিক দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE