Advertisement
২৩ এপ্রিল ২০২৪
WHO

নতুন পরিস্থিতি ভয়ানক, বলছে হু

প্রতি দিন করোনা-রহস্য ক্রমেই জটিল হচ্ছে। প্রতিষেধকের খোঁজ নেই, অথচ সংক্রমণ ৮৭ লাখ ছাড়িয়েছে।

ছবি রয়টার্স

ছবি রয়টার্স

সংবাদ সংস্থা 
জেনিভা শেষ আপডেট: ২১ জুন ২০২০ ০৩:০২
Share: Save:

ঘরবন্দি থাকতে থাকতে মানুষ ক্লান্ত। রাস্তায় বেরনোর জন্য ছটফট করছেন তাঁরা। অফিস-কাছারিও খুলছে। রেস্তরাঁর ঝাঁপ উঠেছে। ফলে পথেঘাটে লোকের আনাগোনাও বাড়ছে। এ দিকে করোনা-সংক্রমণের মাত্রা ঊর্ধ্বগামী। বিশ্বের প্রায় সব দেশের এই দশা। শুক্রবার এ নিয়ে আশঙ্কা প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানাল, এ এক ‘নতুন ভয়ানক’ পরিস্থিতি।

প্রতি দিন করোনা-রহস্য ক্রমেই জটিল হচ্ছে। প্রতিষেধকের খোঁজ নেই, অথচ সংক্রমণ ৮৭ লাখ ছাড়িয়েছে। ৪ লাখ ৬০ হাজারের বেশি মৃত্যু।

এরই মধ্যে নতুন নতুন তথ্য ভেসে উঠছে। গত কাল যেমন জানা গিয়েছে, ২০১৯ সালের ডিসেম্বরেই ইটালিতে করোনা ছিল। মিলান ও তুরিনের খালের জলে ভাইরাসটির উপস্থিতি জানা গিয়েছে। অথচ ওই সময়ে চিনে প্রথম সংক্রমণের খবর জানা গিয়েছিল।

হু-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস বলেছেন, ‘‘বিশ্ব এখন নতুন এক ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। অধিকাংশ লোকজন বাড়িতে থাকতে থাকতে হতাশ হয়ে পড়েছেন... কিন্তু করোনা দ্রুত ছড়িয়ে পড়ছে চারপাশে।’’

চিন প্রথমে জানিয়েছিল, উহানের একটি মাংসের বাজার থেকে ভাইরাসটি ছড়িয়েছিল। কিন্তু সম্প্রতি তারা জানিয়েছে, হয়তো অন্য কোথাও থেকে করোনা ছড়ায়। প্রায় সেরে উঠেছিল চিন। এখন আবার নতুন করে সংক্রমণ ছড়িয়েছে বেজিংয়ে। জিনোম পরীক্ষা করে চিনা বিজ্ঞানীদের দাবি, এই স্ট্রেনটি ইউরোপ থেকে এসেছে। কিন্তু এখন ইউরোপে যে ভাইরাস টাইপ দেখা যাচ্ছে, এটি তার থেকে অনেক পুরনো।

আরও পড়ুন: শান্তিপূর্ণ ভাবে বিবাদ মিটিয়ে নিক ভারত ও চিন, পরামর্শ নেপালের

আমেরিকায় এখনও হু হু করে সংক্রমণ বাড়ছে। মোট সংক্রমিত ২৩ লাখের কাছাকাছি। কিন্তু মার্কিন করোনা টিমের প্রধান তথা এপিডেমিয়োলজিস্ট অ্যান্টনি ফাউচি জানিয়েছেন, নতুন করে লকডাউন করার কোনও পরিকল্পনা নেই। বরং এর মধ্যেই লড়তে হবে। দ্রুত ভ্যাকসিন আবিষ্কারের আশায় বুক বেঁধেছেন তাঁরা।

প্রাণপণে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় ইউরোপও। লকডাউন শিথিল করে দেওয়া হয়েছে ইউরোপের প্রায় সব দেশে। তবে মাস্ক পরা বা পারস্পরিক দূরত্ব বজায়ের মতো সাবধানতা অবলম্বন করা হচ্ছে। সংক্রমণের কথা মাথায় রেখে এত দিন চুম্বনেও নিষেধ করা হচ্ছিল। সম্প্রতি ফ্রান্সে ছবির শুটিংয়ে ফের চুম্বনের দৃশ্য অভিনয় শুরু হয়েছে। এ নিয়ে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রী ফ্রঁ রিস্টারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘চুম্বন বন্ধ হতে পারে না।’’ তবে ঘনিষ্ঠ দৃশ্য শুটিংয়ের আগে অভিনেতাদের স্বাস্থ্যপরীক্ষা করে নেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

WHO Health Covid-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE