Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ট্রাম্পের স্বস্তি! মুসলিম নিষেধাজ্ঞায় আংশিক অনুমতি মার্কিন সুপ্রিম কোর্টের

আগামী অক্টোবরে ওই বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। তার মধ্যে আংশিক ভাবে ওই নিষেধা়জ্ঞা বহাল থাকবে। দেশের সঙ্গে বৈধ সম্পর্ক নেই এমন ব্যক্তি বা সংস্থার ক্ষেত্রেই প্রযোজ্য হবে ওই নিষেধা়জ্ঞা।

মুসলিম নিষেধাজ্ঞা নিয়ে স্বস্তি ট্রাম্পের। ছবি: এএফপি।

মুসলিম নিষেধাজ্ঞা নিয়ে স্বস্তি ট্রাম্পের। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ জুন ২০১৭ ২৩:০০
Share: Save:

তিন মাসের জন্য ছ’টি মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় ঢোকা বন্ধ করতে নয়া নিষেধাজ্ঞায় সই করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই নিষেধাজ্ঞায় এ বার আংশিক ভাবে অনুমতি দিল মার্কিন সুপ্রিম কোর্ট। ওই নিষেধাজ্ঞা ঘিরে আপত্তি-ক্ষোভ অনেকেরই ছিল। সমালোচনাও হয়েছিল বিস্তর। দুনিয়াজোড়া বিতর্কের ঝড় উঠলেও তা আপাতত সুপ্রিম কোর্টের সবুজ সঙ্কেত পেল।

আগামী অক্টোবরে ওই বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ শুনানি হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। তার মধ্যে আংশিক ভাবে ওই নিষেধাজ্ঞা বহাল থাকবে। দেশের সঙ্গে বৈধ সম্পর্ক নেই এমন ব্যক্তি বা সংস্থার ক্ষেত্রেই প্রযোজ্য হবে ওই নিষেধা়জ্ঞা।

আরও পড়ুন: ‘বন্ধু’ বলছেন ট্রাম্প, তবু মোদীর কাজটা কাল বেশ চ্যালেঞ্জের

প্রেসিডেন্ট পদে বসার পরই এক প্রশাসনিক নির্দেশ জারি করে ইরাক, ইরান, ইয়েমেন, লিবিয়া, সিরিয়া, সুদান ও সোমালিয়ার মতো সাতটি মুসলিম প্রধান দেশের নাগরিকদের মার্কিন মুলুকে ঢোকার দরজা বন্ধ করে দেন ট্রাম্প। পাশাপাশি নির্দেশিকায় বলা হয়েছিল ১২০ দিনের জন্য প্রবেশ করতে পারবে না শরণার্থীরাও। আমেরিকার মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ ঠেকাতেই নিষেধাজ্ঞার যুক্তি দেখিয়েছিলেন তিনি। তবে সে নির্দেশের পরই বিশ্ব জুড়ে প্রবল সমালোচনা-বিক্ষোভের মুখে পড়ে ট্রাম্প প্রশাসন। প্রতিবাদ চলতে থাকে মার্কিন মুলুকের অন্দরেও। চাপের মুখে পড়ে নির্দেশিকা থেকে ইরাককে বাদ দিতে বাধ্য হন তিনি।

ট্রাম্পের ওই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে মামলা হয় আমেরিকার বিভিন্ন আদালতে। ওই নির্দেশিকার উপর স্থগিতাদেশ দেয় কয়েকটি নিম্ন আদালত। কিন্তু নিম্ন আদালতের স্থগিতাদেশ খারিজ করে ওই নির্দেশিকাকেই আংশিক ভাবে বহাল রাখার রাস্তায় হাঁটল দেশের সর্বোচ্চ আদালত। গত সপ্তাহেই ট্রাম্প জানিয়েছিলেন, ওই নির্দেশিকা বৈধ বলে রায় দেওয়ার পরেই ৭২ ঘণ্টার মধ্যেই তা কার্যকর হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE