Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Eucalyptus

Bizarre: গ্রীষ্মের সময় রামধনু রং নেয় এই গাছ!

২৫০ ফুট উচ্চতা হয় এক একটি গাছের। মূলত হাওয়াই, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনিতে এই গাছ দেখতে পাওয়া যায়।

রামধনু রঙা গাছ।

রামধনু রঙা গাছ।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ মার্চ ২০২২ ১২:৩০
Share: Save:

রামধনু তো দেখেছেন। কিন্তু কখনও রামধনু রঙা গাছ দেখেছেন? না, কৃত্রিম উপায়ে গাছে রামধনু রং করা নয়। প্রাকৃতিক ভাবেই গাছের রং এ রকমের হয়ে থাকে।

আমাদের চারপাশে লাখো প্রজাতির গাছ রয়েছে। তার মধ্যে একটি হল রামধনু রঙা ইউক্যালিপটাস। এ বার প্রশ্ন জাগতেই পারে, ইউক্যালিপটাস গাছ তো আমাদের দেশে দেখা যায়, কিন্তু কোনওটির রং তো রামধনু রঙা নয়! তা হলে?

আসলে রামধনু রঙা এই ইউক্যালিপটাস দেখা যায় উত্তর গোলার্ধে। রামধনু রঙের হওয়ার নেপথ্যে রয়েছে এই গাছের ছালই। বছরভর এই গাছের ছাল উঠতে থাকে। আর ছালের নীচের সবুজরঙা ছাল যত পরিপক্ক হয়, ততই রঙ বদলাতে থাকে। নীল, লাল, কমলা, বেগুনি— নানা রঙে পরিণত হয়। গ্রীষ্মকালে গাছের এই রং দেখা যায়। ২৫০ ফুট উচ্চতা হয় এক একটি গাছের। মূলত হাওয়াই, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনিতেও এই গাছ দেখতে পাওয়া যায়।

গাছের ছবিটি শেয়ার করেছেন বনাধিকারিক সুশান্ত নন্দা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Eucalyptus Rainbow
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE