Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Shanghai

খাবারের অর্ডার নেওয়া থেকে শুরু করে দাম নেওয়া, এই ক্যাফেতে সবই করে থাকে চারপেয়েরা

এভাবেই ক্যাফেতে 'ওয়েটার'-এর ভূমিকা পালন করে সারমেয়রা।

এভাবেই ক্যাফেতে 'ওয়েটার'-এর ভূমিকা পালন করে সারমেয়রা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮ ১২:৪২
Share: Save:

না, কোনও মানুষ নয়, খাবারের অর্ডার নিতে আসছেন চারপেয়ে সারমেয়রা! এরকমই অদ্ভুত একটি ক্যাফে খুলেছে চিনের সাংহাইতে। ক্যাফের এই বিশেষত্বই এর জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে অনেকখানি।

সাংহাইয়ের এই ক্যাফেতে ‘ওয়েটার’ হিসেবে নিয়োগ করা হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত কিছু সারমেয়কে। তাদের গায়ে আছে একটি বিশেষ পোশাক। সেই পোশাকের গায়ে ‘কিউআর কোড’ টি স্ক্যান করেই অর্ডার দেওয়া যাবে খাবার, মেটানো যাবে দামও। উপরি বলতে পাওয়া যাবে এই সারমেয়গুলিকে আদর করবার বাড়তি সুযোগ।

সম্প্রতি এই বিশেষ ক্যাফেটিতে কী ভাবে কাজ করে সারমেয়রা, তার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তা। অভিনব এই ভাবনা মন কেড়েছে সকলেরই। মানুষের সঙ্গে অন্যান্য প্রাণীজগতের মেলবন্ধন ঘটানোর এই প্রচেষ্টা বাহবা কুড়িয়েছে অনেকেরই।

শুধু তাই নয়, এই ক্যাফের বিভিন্ন খাবারের আকার ও আকৃতিও সারমেয়দের থাবার আকারেই করা হয়েছে। দেখে নিন কী ভাবে ঘরোয়া পোষ্যেরা কাজ করছে এই ক্যাফেতে:

আরও পড়ুন: সমুদ্রগর্ভে অগ্ন্যুৎপাতের জেরে সুনামি, ইন্দোনেশিয়ায় মৃত কমপক্ষে ১৬৮

আরও পড়ুন: হুলে ভয়ঙ্কর বিষ! এটা কোন প্রাণী? তুমুল চাঞ্চল্য অস্ট্রেলিয়ায়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shanghai Dogs Cafe
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE