তিন দিনের সফরে বাংলাদেশে যাচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার। শনিবারই ঢাকায় পৌঁছোচ্ছেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সূত্রকে উদ্ধৃত করে সে দেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, রবিবার মুহাম্মদ ইউনূসের উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে একান্তে এবং প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন তিনি।
প্রতিবেদন অনুসারে, ওই বৈঠকের পর দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছ’টি চুক্তি বা সমঝোতাপত্র (মউ) স্বাক্ষরিত হবে। দুই দেশে সরকারি এবং কূটনৈতিক পাসপোর্ট রয়েছে, এমন ব্যক্তিদের ভিসা বিলোপের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা এবং ইসলামাবাদ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, এই সংক্রান্ত চুক্তিটি রবিবার স্বাক্ষরিত হতে পারে। তা ছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্যিক এবং সাংস্কৃতিক যোগাযোগ আরও নিবিড় করার বিষয়টিও চূড়ান্ত হতে পারে রবিবারের বৈঠকে।
আরও পড়ুন:
রবিবারই বিকেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের সঙ্গে দেখা করবেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। তিন দিনের সফরে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও দেখা করার কথা তাঁর। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে গুলশনের বাসভবনে গিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন পাক বিদেশমন্ত্রী। জামায়তে ইসলামীর নেতাদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর।
পাক বিদেশমন্ত্রীর সফর প্রসঙ্গে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা ‘প্রথম আলো’কে বলেন, “অন্য অনেক দেশের মতোই আমরা পাকিস্তানের সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করছি। যেখানে ব্যবসা, বিনিয়োগের পাশাপাশি মানুষের চলাচল সুগম করার উপর জোর দেওয়া হচ্ছে। অতীতে অকারণে পাকিস্তানের সঙ্গে বৈরী সম্পর্কের পরিবেশ তৈরি হয়েছিল। আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি।” বস্তুত, বাংলাদেশে শেখ হাসিনার জমানায় ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে কূটনৈতিক সম্পর্কে উল্লেখযোগ্য কোনও উন্নতি হয়নি। ১৯৭১ সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয় সাবেক পূর্ব পাকিস্তান। তৈরি হয় স্বাধীন বাংলাদেশ। তার পর থেকে দীর্ঘ সময় ধরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য প্রায় বন্ধই ছিল। হাসিনার পতনের পরে গত বছর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের পরে দু’দেশের মধ্যে ফের দ্বিপাক্ষিক বাণিজ্য চালু করতে পদক্ষেপ করেছে ইউনূসের প্রশাসন। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ভিসা সংক্রান্ত বিধিও শিথিল করা হচ্ছে। গত জুলাইয়ে বাংলাদেশে গিয়েছিলেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। গত বুধবার ঢাকায় গিয়েছিলেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। শনিবার ঢাকায় যাচ্ছেন পাক বিদেশমন্ত্রী দার।