পাক সেনার উপর ফের হামলা চালাল বালোচ বিদ্রোহীরা। মঙ্গলবার রাতে নৌশকি জেলায় বালোচিস্তান লিবারেশন আর্মির (বিএলএ) হামলায় নিহত হয়েছেন এক মেজর-সহ তিন পাক সেনা। বিএলএ-র স্পেশ্যাল ট্যাকটিক্যাল অপারেশন্স স্কোয়াড (এসটিওএস) এই হামলা চালিয়েছে বলে মনে করছে বালোচিস্তান পুলিশ।
পাকিস্তান সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর) বুধবার জানিয়েছে, নৌশকি জেলার গর্গিনা এলাকায় বালোচ জঙ্গিদের বসানো আইইডি (ইম্প্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে প্রাণ গিয়েছে তিন সেনার। নিহতেরা হলেন মেজর রিজ়ওয়ান, নায়েব সুবেদার (জুনিয়র কমিশন্ড অফিসার) আমিন এবং ল্যান্সনায়েক ((ননকমিশন্ড অফিসার) ইউনূস।
আরও পড়ুন:
বিএলএ মুখপাত্র জ়িয়ান্দ বালোচ হামলার দায় স্বীকার করে বুধবার বলেন, ‘‘নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা সেনার টহলদার বাহিনীর উপর হামলা চালিয়েছি।’’ মার্চ মাসের গোড়ায় অন্য দুই সশস্ত্র বালোচ গোষ্ঠী, বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) ও বালোচ রিপাবলিকান গার্ডস (বিআরজি) এবং সিন্ধুপ্রদেশে সক্রিয় বিদ্রোহী সংগঠন ‘সিন্ধুদেশ রেভলিউশনারি আর্মি’র (এসআরএ) সঙ্গে হাত মিলিয়ে নতুন যৌথমঞ্চ গড়েছে বিএলএ। তার পর থেকে তারা ধারাবাহিক হামলা চালাচ্ছে পাক সেনা এবং আধা সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের উপর।