আবার রক্তাক্ত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ! বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর বিরুদ্ধে অভিযানে গিয়ে সেখানে পাল্টা হামলার মুখে পড়ল পাক সন্ত্রাস দমন বাহিনী ‘কাউন্টার টেররিজ়ম ডিপার্টমেন্ট’ (সিটিডি)।
বুধবার রাতে আফগানিস্তান সীমান্তের অদূরে বান্নু জেলার চাসমি এলাকায় টিটিপি যোদ্ধাদের গুলিতে তিন সিটিডি কমান্ডো নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দু’জন। পাক সংবাদপত্র ‘দ্য ডন’ জানিয়েছে, টিটিপি জঙ্গিদের খোঁজে অভিযানে যাওয়ার পথে স্পিন টাংরি সড়কে হামলার মুখে পড়ে সিটিডির একটি গাড়ি। তাতেই ছিলেন হতাহত কমান্ডোরা।
প্রসঙ্গত, ২০২২ সালের নভেম্বরে পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পরে ‘যুদ্ধ’ ঘোষণা করেছিল টিটিপি। বিদ্রোহী ওই পাশতুন গোষ্ঠীর অভিযোগ ছিল, সংঘর্ষবিরতি ভেঙে পাক সেনা, ‘ফ্রন্টিয়ার কোর’ আধাসেনা এবং সিটিডি-র যৌথবাহিনী অভিযান শুরু করার ফলেই অশান্তি ছড়িয়েছে খাইবার-পাখতুনখোয়ায়। গত বছরের ২৫ ডিসেম্বর খাইবার-পাখতুনখোয়া প্রদেশ লাগোয়া আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলা চালিয়েছিল পাক বায়ুসেনার যুদ্ধবিমান। ইসলামাবাদের দাবি, টিটিপি বিদ্রোহীদের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।
যদিও আফগানিস্তানের শাসক তালিবানের অভিযোগ, বারমাল জেলায় লামান-সহ সাতটি গ্রাম লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালানো হয়েছিল। তাতে মৃত্যু হয়েছিল মহিলা, শিশু-সহ ৪৬ জন সাধারণ মানুষের। সে সময় পাক সেনাকে হুঁশিয়ারি দিয়েছিল তালিবান। সীমান্তে কার্যত যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। গত দেড় দশকে একাধিক অভিযান চালিয়েও টিটিপি-কে বাগে আনতে পারেনি পাক সেনা। ইসলামাবাদের অভিযোগ, ভারত এবং আফগান তালিবানের একাংশ প্রত্যক্ষ মদত দিচ্ছে ওই বিদ্রোহী গোষ্ঠীকে।