নাবালক বন্দুকবাজের গুলিতে জখম হলেন অন্তত তিন জন। আমেরিকার নিউ ইয়র্কের টাইম্স স্কোয়্যারের ঘটনা।
শুক্রবার ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় ১.২০। টাইম্স স্কোয়্যারে তখনও পর্যটকদের ভিড় ছিল যথেষ্টই। হঠাৎই শোনা গেল পরপর গুলির আওয়াজ। দেখা যায়, বছর সতেরোর এক কিশোরের ছোড়া গুলিতে জখম হয়েছেন তিন জন। তাঁদের মধ্যে এক প্রবীণাও রয়েছেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। বাকি দু’জনের বয়স ১৮ থেকে ১৯-এর মধ্যে। ঘটনার পর বন্দুকবাজ নাবালককে হেফাজতে নিয়েছে পুলিশ।
সেই সঙ্গে ঘটনায় জখমদের নিউ ইয়র্কের একটি নামী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিতে জখম হলেও, তাঁদের কারও অবস্থা সঙ্কটজনক নয় বলেই জানা গিয়েছে। নিউ ইয়র্ক পুলিশের তরফে নাবালককে আটক করা হলেও, তার বিরুদ্ধে এখনও কোনও অভিযোগ আনা হয়নি বলেই জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত, কিছু দিন আগেই নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি বহুতলে চার জনকে গুলি করে হত্যার পর নিজেকেও গুলি করে আত্মঘাতী হয়েছিলেন এক ব্যক্তি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)