Advertisement
২৬ এপ্রিল ২০২৪
IPhone

আইফোন ফেটে আগুন লেগে গেল ট্রাউজার্সে!

যে পকেটে আইফোনটি রাখা ছিল সেখানে তিনি  প্রচণ্ড তাপ অনুভব করেন। পাশাপাশি তাঁর থেকে বেরিয়ে আসতে থাকে সবুজ-হলুদ ধোঁয়া।

আইপোন এক্সএস।

আইপোন এক্সএস।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৯ ১২:২১
Share: Save:

ফোনের দুনিয়ায় অ্যাপল নামটা দুনিয়ায় সবথেকে আকর্ষণীয়। তাই অ্যাপল ফোন সংক্রান্ত সব খবরই রাখতে চান অ্যাপল প্রেমীরা। নতুন বছরে আমেরিকায় অ্যাপল খবরে এল কোনও নতুন ডিভাইস লঞ্চ করার জন্য নয়। অ্যাপলের আইফোন ফেটে আহত হওয়ার জন্য।

আমেরিকার ওহায়োর বাসিন্দা জোস হিলার্ড তিন সপ্তাহ আগে কিনেছিলেন আইফোন এক্সএস। বেশ চলছিল সেটি। কিন্তু হঠাত্ ঘটল বিপত্তি। ট্রাউজার্সের পকেটে ফোন নিয়ে তিনি বেরিয়েছিলেন বাজারে। যে পকেটে আইফোনটি রাখা ছিল সেখানে তিনি প্রচণ্ড তাপ অনুভব করেন। পাশাপাশি তাঁর থেকে বেরিয়ে আসতে থাকে সবুজ-হলুদ ধোঁয়া।

এই দেখে তিনি পকেট থেকে ফোনটি বের করেন। কিন্তু অতিরিক্ত তাপের জন্য আগুন লেগে যায় তাঁর ট্রাউজার্সে। তড়িঘড়ি তিনি রাস্তার পাশের নির্জন জায়গায় ছুটে যান আগুন লাগা পোশাক খুলে ফেলার জন্য।

আরও পড়ুন: ওবামার বাড়িতে দশ ফুট প্রাচীর! ফের ভুল ট্রাম্পের

এই ঘটনায় প্রচণ্ড বিরক্ত হিলার্ড। আমেরিকার ক্রেতা সুরক্ষা আদালতে মালমাও করেছেন তিনি। এ জন্য অ্যাপলকে তলবও করেছে আদালত। তবে কেন এ রকম ঘটেছে জানা যায়নি।

আরও পড়ুন: আইকিউ ১৫২! আট বছরেই ব্রিটেনের ‘স্মার্টেস্ট বয়’ এই ভারতীয় খুদে

(সব গুরুত্বপূর্ণআন্তর্জাতিক খবরজানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

I Phone I Phone XS Ohio Apple
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE