দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ নোবেল শান্তি পুরস্কারপ্রাপকের নাম ঘোষণা করা হবে। গত বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছে জাপানের নিহন হিদানকিও। হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা বিস্ফোরণের কারণে ক্ষতিগ্রস্তদের নিয়ে কাজ করে এই জাপানি গোষ্ঠী। এ বছর ইতিমধ্যে চিকিৎসাশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়ন এবং সাহিত্যে নোবেলজয়ীদের নাম ঘোষণা হয়ে গিয়েছে। আজ ঘোষণা হবে নোবেল শান্তি পুরস্কারপ্রাপকের নাম।
প্রথম টেস্টে অহমদাবাদের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়কে ইনিংস ও ১৪০ রানে হারিয়েছে ভারত। মাত্র আড়াই দিনে শেষ হয়ে গিয়েছে খেলা। আজ থেকে দিল্লিতে শুরু দ্বিতীয় টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ়ের যা হাল তাতে এই টেস্টও দ্রুত জেতার লক্ষ্য নামবে ভারত। ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভাল জায়গায় যাওয়ার লক্ষ্যে শুভমন গিলেরা। আজ সকাল সাড়ে ৯টায় শুরু খেলা। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
মহিলাদের এক দিনের বিশ্বকাপের শুরুটা ভাল হয়নি নিউ জ়িল্যান্ডের। দু’টি ম্যাচ খেলে দু’টিতেই হেরেছে তারা। অন্য দিকে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও আগের ম্যাচে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। দুই দলই জয়ে ফিরতে মরিয়া। আজ গুয়াহাটিতে মুখোমুখি নিউ জ়িল্যান্ড ও বাংলাদেশ। খেলা শুরু দুপুর ৩টে থেকে। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আজ কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে দমকা বাতাস। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কোনও জেলায় সতর্কতা জারি করার মতো পরিস্থিতিও আর থাকছে না। উত্তরবঙ্গের আট জেলার কোনও কোনও অংশে স্থানীয় ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বুধবার পর্যন্ত।