রোহিঙ্গা সঙ্কটের মাঝে ঢাকায় রাষ্ট্রপুঞ্জের প্রধান, বৈঠক মুহাম্মদ ইউনূসদের সঙ্গে
বাংলাদেশে রোহিঙ্গা উদ্বাস্তুদের জন্য রাষ্ট্রপুঞ্জের অনুদানে কাটছাঁটের সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের শাখা সংগঠন ‘ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম’ নিজেই এই আশঙ্কার কথা জানিয়েছে। তহবিলে ঘাটতির আশঙ্কা করছে তারা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ প্রথমে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে একটি বৈঠক হবে তাঁর। ওই বৈঠকে থাকার কথা রয়েছে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা সংক্রান্ত বিষয়ের দায়িত্বে থাকা খলিলুর রহমানেরও। পরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে গুতেরেসের। মূলত রোহিঙ্গা সমস্যা এবং মানবাধিকার সংক্রান্ত বিষয় এই আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
মদে শুল্ক কমানোর চাপ, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সংঘাতে আমেরিকা
আমেরিকান হুইস্কির উপর শুল্ক কমানোর জন্য ইউরোপীয় দেশগুলির উপর চাপ বৃদ্ধি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় দেশগুলি আমেরিকার মদের উপর শুল্ক না-কমালে আগামী দিনে ইউরোপীয় দেশগুলির মদের উপর ২০০ শতাংশ হারে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবারই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি সিদ্ধান্ত নেয়, আমেরিকার হুইস্কির উপর ৫০ শতাংশ শুল্ক চাপানো হবে। আমেরিকার ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের পণ্যের উপর শুল্কের হুঁশিয়ারি দেওয়ার পরেই এই সিদ্ধান্ত নেয় ইউরোপীয় ইউনিয়ন। এ বার ট্রাম্পও পাল্টা শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়ে রাখলেন। মার্কিন প্রেসিডেন্ট সমাজমাধ্যমে জানিয়েছেন, আমেরিকার হুইস্কিতে শুল্ক না-কমালে ফ্রান্স-সহ ইউরোপীয় ইউনিয়নের সব দেশের ওয়াইন, শ্যাম্পেন এবং অন্য মদের উপর ২০০ শতাংশ শুল্ক চাপাবেন তিনি।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
লাগল যে দোল! রঙের উৎসবে মাতবেন সকলে
রং খেলা নিয়ে আনন্দ যেমন থাকে, থাকে উদ্বেগও। দোলের ছুটি তাই অন্য সব দিনের চেয়ে আলাদা। রঙের প্রভাব কী ভাবে পড়ে মনের উপর? দোলের ধারণা কি বদলেছে এ শহরে? এ বার দোলে কে কেমন সাজবেন? সারা দিন উদ্যাপনের নানা রঙে ভরে উঠবে খবরের পাতা।
আইপিএল শুরু হতে আর ৮ দিন বাকি, সব দলের সব খবর
আর ৮ দিন পর শুরু আইপিএল। আগ্রহ ক্রমশ বাড়ছে। কালোবাজারে টিকিটের দামও চড়ছে। চেন্নাই বনাম মুম্বই ম্যাচের টিকিটের দাম ১ লক্ষ টাকায় পৌঁছেছে। কী ভাবে তৈরি হচ্ছে দলগুলি? আইপিএলের সব খবর।
আরও বাড়বে গরম, পশ্চিমের জেলায় তাপপ্রবাহের সতর্কতা
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে আরও বৃদ্ধি পাবে তাপমাত্রা। স্বাভাবিকের থেকে তাপমাত্রা থাকবে অনেকটাই বেশি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। শনি থেকে সোমবার পশ্চিমের কয়েক জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে।