অবরোধ তুলে গাজ়ায় ত্রাণ নিয়ে যেতে দিচ্ছে ইজ়রায়েল, কিন্তু সীমিত খাবারে কি খিদে মিটবে
আন্তর্জাতিক চাপের মুখে অবরোধ তুলল ইজ়রায়েল। সোমবার থেকে এখনও পর্যন্ত গাজ়ায় ১০০ ট্রাক ত্রাণ তারা ঢুকতে দিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এ কথা জানিয়েছে ইজ়রায়েল সেনা। কিন্তু তার পরেও প্রশ্ন থেকেই যাচ্ছে যে, এই সীমিত ত্রাণে গাজ়ার প্রায় ২১ লাখ মানুষের খিদে মিটবে কি? ইজ়রায়েলি হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজ়া। ধারাবাহিক বোমাবর্ষণে প্রতি দিনই মৃতের সংখ্যা বাড়ছে। তৈরি হয়েছে খাদ্যসঙ্কট। সেই আবহে রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, গাজ়ায় পর্যাপ্ত ত্রাণ না পৌঁছোলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু হতে পারে ১৪ হাজার শিশুর! এর পরেই আন্তর্জাতিক স্তরে ইজ়রায়েলের উপর চাপ বাড়তে থাকে। ব্রিটেন, ফ্রান্স এবং কানাডা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। এর পরেই অবরোধ তোলার কথা ঘোষণা করে ইজ়রায়েল। দীর্ঘ ১১ সপ্তাহ পর গাজ়ায় ঢুকল ত্রাণ।
বিকাশ ভবনের সামনে বিক্ষোভের ঘটনা নিয়ে শুনানি হাই কোর্টে
বিকাশ ভবনের সামনে শিক্ষকদের বিক্ষোভের ঘটনায় তদন্তে সহযোগিতা করতে বলল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মৌখিক ভাবে জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় দুই শিক্ষককে বিধাননগর থানায় হাজিরা দিতে হবে। পুলিশের জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে তাঁদের। তবে ওই শিক্ষকদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। অন্য দিকে, বিকাশ ভবনের সামনে বিক্ষোভ নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালত। বিচারপতি জানান, বিকাশ ভবনের সামনে বড় জমায়েত করে বিকল্প নয়। প্রতিবাদ, বিক্ষোভের জন্য ওই শিক্ষকদের অন্য জায়গা বাছতে হবে। আজ এই মামলায় পুলিশের কাছে কেস ডায়েরি তলব করেছে আদালত। হাই কোর্ট কী জানায় সে দিকে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ফের ওয়াকফ শুনানি সুপ্রিম কোর্টে, এই নিয়ে টানা তিন দিন
বুধবার সুপ্রিম কোর্টে ফের শুনানি রয়েছে সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলার। এই নিয়ে টানা তিন দিন ধরে শুনানি হবে মামলাটির। মঙ্গল এবং বুধবার দীর্ঘ সময় ধরে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চ মামলাটি শুনেছে। মঙ্গলবার মামলাকারী পক্ষের বক্তব্য শোনা হয়েছে। বুধবার আদালত শুনেছে কেন্দ্রীয় সরকারের বক্তব্য। মামলাকারী আইনজীবীদের বেশ কিছু বক্তব্যের বিরোধিতাও উঠে এসেছে সলিসিটর জেনারেলের সওয়ালে। সংশোধিত ওয়াকফ আইনের ৩ডি নম্বর ধারা মূল বিলে ছিল না বলে যে অভিযোগ মামলাকারীরা তুলেছেন, সেটিরও বিরোধিতা করেছেন তিনি। আজ শুনানিতে কী কী বিষয় উঠে আসে, সে দিকে নজর থাকবে।
আইপিএলে শুভমন গিল বনাম ঋষভ পন্থ লড়াই
আইপিএলে আজ থেকে শুরু হচ্ছে প্রথম দু’য়ে থাকার লড়াই। মুখোমুখি গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস। লখনউ প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেলেও গুজরাত শেষ চারে চলে গিয়েছে। শুভমন গিলদের লক্ষ্য প্রথম দুই দলের মধ্যে শেষ করা। তা হলে ফাইনালে ওঠার একটা বাড়তি সুযোগ থাকবে তাঁদের। ঋষভ পন্থের লখনউয়ের আজকের পর আর একটি ম্যাচই বাকি থাকবে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
অমৃত ভারত স্টেশনের উদ্বোধন মোদীর, তালিকায় বাংলার তিন
আজ দেশের বিভিন্ন প্রান্তে মোট ১০৩টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই তালিকায় রয়েছে বাংলার তিনটি স্টেশনও। উত্তর ২৪ পরগনার কল্যাণী ঘোষপা়ড়া, পশ্চিম বর্ধমানের পানাগড় এবং পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় রয়েছে এই অমৃত ভারত স্টেশনের তালিকায়। রাজস্থানের বিকানেরের এক অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি এই স্টেশনগুলির উদ্বোধন করবেন মোদী। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন রেলস্টেশনকে আধুনিক করে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার।
ভ্যাপসা গরমে স্বস্তি! ঝড়বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে ভ্যাপসা গরম কমছিল না কিছুতেই। বুধবার রাতে অবশেষে স্বস্তির বৃষ্টি নামল কলকাতা এবং শহরতলির বিস্তীর্ণ এলাকায়। তাপমাত্রাও বেশ খানিকটা কমল। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত বঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি চলবে। তবে তার পরের পাঁচ দিনে আবার বাড়বে তাপমাত্রা। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে, ফলে রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। দুর্যোগের আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গেও।