Advertisement
E-Paper

পশ্চিম এশিয়ার কী পরিস্থিতি, শেষ দিনের বিধানসভার অধিবেশন। ভারত-ইংল্যান্ড টেস্ট। আর কী কী

আমেরিকার হামলার পরেও দমছে না ইরান। ইজ়রায়েল এবং তার সহযোগীদের আরও জোরালো জবাবের জন্য তৈরি থাকার হুঙ্কার দিয়েছে তারা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তেহরান।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ০৭:৫৩

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মার্কিন হামলার পরেও দমছে না ইরান, দিয়েই যাচ্ছে হুঙ্কার, কী পরিস্থিতি পশ্চিম এশিয়ায়

আমেরিকার হামলার পরেও দমছে না ইরান। ইজ়রায়েল এবং তার সহযোগীদের আরও জোরালো জবাবের জন্য তৈরি থাকার হুঙ্কার দিয়েছে তারা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তেহরান। ট্রাম্পকে ‘জুয়াড়ি’ বলে বিঁধে ইরানি সেনা জানিয়ে দিয়েছে, এই যুদ্ধ আমেরিকা শুরু করলেও শেষ ইরানই করবে। এরই মধ্যে ইজ়রায়েল হামলা চালিয়ে যাচ্ছে ইরানে। সোমবারও ইরানের ফোরডোয় পরমাণুকেন্দ্রে প্রবেশের রাস্তায় বোমা ফেলেছে ইজ়রায়েলি বাহিনী। রাষ্ট্রপুঞ্জ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইতিমধ্যে জানিয়েছে, আমেরিকার হামলার পরে ফোরডোয় বড়সড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে কতটা খারাপ অবস্থা হয়েছে মাটির নীচে, তা এখনও স্পষ্ট নয়। আজ পশ্চিম এশিয়ার পরিস্থিতি কেমন থাকে, সে দিকে নজর থাকবে।

বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিন, নেই প্রশ্নোত্তর পর্ব

আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিন। ভূমি দফতরের একটি সংশোধনী বিল আজ বিধানসভায় পেশ করা হবে। সকালে বিধানসভার কার্য উপদেষ্টা সমিতির বৈঠক বসবে। সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের বিলটি পেশ করার সিদ্ধান্তে সিলমোহর পড়বে। শেষ দিনে প্রশ্নোত্তর পর্ব নেই। আছে মেনশন এবং কলিং অ‍্যাটেনশন পর্ব। তার পরে পরিবেশ বিষয়ক একটি প্রস্তাব এবং এই বিলটি আলোচনা করে পাশ করানো হবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টের পঞ্চম দিন

প্রথম ইনিংসে ভারতের ৪৭১ রানের জবাবে ৪৬৫ রানে অলআউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ভারত তুলেছে ৩৬৫। প্রথম টেস্ট জিততে ইংল্যান্ডের দরকার ৩৭১ রান। চতুর্থ দিনের শেষে তারা তুলেছে ২১/০। মঙ্গলবার টেস্টের পঞ্চম দিন দু’দলের সামনেই জয়ের সুযোগ। দুপুর ৩.৩০টে থেকে শুরু খেলা। দেখা যাবে সোনি স্পোর্টসের বিভিন্ন চ্যানেল এবং জিয়ো হটস্টার অ্যাপে।

উত্তর থেকে দক্ষিণে ঝড়বৃষ্টি, কোথায় কেমন আবহাওয়া

সপ্তাহ জুড়েই ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ গোটা রাজ্যে। এর মধ্যে কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার ঝড়বৃষ্টির জন্য দক্ষিণের সব জেলায় সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের সব জেলাতেও চলবে ঝড়বৃষ্টি। মঙ্গলবার জলপাইগুড়িতে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গল এবং বুধবার বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে। পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল সংলগ্ন সাগরে দমকা হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৫৫ কিলোমিটার। তাই মৎস্যজীবীদের ওই দুই দিন সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

ভারতের হয়ে নামবেন কি ১৪ বছরের বৈভব

ইংল্যান্ড সফরে গিয়েছে ভারতের অনূর্ধ্ব-১৯ দল। সেই দলে রয়েছেন ১৪ বছরের বৈভব সূর্যবংশী। মঙ্গলবার থেকে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে তাদের প্রস্তুতি ম্যাচ শুরু। তবে এই খেলা কোথাও দেখা যাবে না।

ক্লাব বিশ্বকাপে নামছে বায়ার্ন মিউনিখ, চেলসি

ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচগুলি শুরু হয়েছে। মঙ্গলবার রাতে নামছে বায়ার্ন মিউনিখ। তারা খেলবে পর্তুগালের বেনফিকার বিরুদ্ধে। নিউ জ়িল্যান্ডের অকল্যান্ড সিটির প্রতিপক্ষ আর্জেন্টিনার বোকা জুনিয়র্স। এই দু’টি ম্যাচ রাত ১২.৩০টা থেকে। এর পর লস অ্যাঞ্জেলেস এফসি খেলবে ফ্ল্যামেঙ্গোর বিরুদ্ধে। চেলসির মুখোমুখি এসপেরান্স দে তিউনিসি। দু’টি ম্যাচই বুধবার ভোর ৬.৩০টা থেকে। খেলা দেখা যাবে ডিএজ়েডএন ওয়েবসাইট এবং অ্যাপে।

News of the Day West Bengal Legislative Assembly India vs England Vaibhav Suryavanshi Bayern Munich Chelsea Iran-Israel Conflict
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy