আমেরিকায় নিজেদের দেউলিয়া ঘোষণা করল তোশিবার পরমাণু বিদ্যুৎ শাখা সংস্থা ওয়েস্টিংহাউস ইলেকট্রিক। নিউ ইয়র্কের দেউলিয়া আদালতে ‘চ্যাপ্টার-১১’ ধারার আওতায় ওই আবেদন করেছে তারা।
গত বছর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ন’মাসে ৪৩০ কোটি ডলার লোকসান হবে বলে মনে করছে জাপানি বহুজাতিকটি। শুধু মাত্র পরমাণু বিদ্যুৎ ব্যবসা থেকেই ক্ষতির অঙ্ক দাঁড়াতে পারে ৬২০ কোটিতে।
প্রসঙ্গত, ২০০৬ সালে ওয়েস্টিংহাউসকে অধিগ্রহণ করেছিল তোশিবা। লক্ষ্য ছিল পরমাণু বিদ্যুতের হাত ধরে ব্যবসা বাড়ানো। কিন্তু ২০১১ সালে জাপানের ফুকুশিমায় ভূমিকম্পের পরে এই বিদ্যুৎ নিয়ে জার্মানির মতো বিভিন্ন দেশে আপত্তি দেখা দেয়। এর ফলে সুরক্ষা ব্যবস্থা বাড়ানো-সহ নানা কারণে বাড়তে থাকে সংস্থার খরচও। যার জের পড়ে তাদের আর্থিক ফলাফলে।