Advertisement
২৯ নভেম্বর ২০২৩
Donald Trump

বস্টনের জঙ্গি হামলায় মৃত্যুদণ্ডই চান ট্রাম্প

২০১৩-য় ১৫ এপ্রিল ম্যারাথন চলাকালীন ফিনিশিং লাইনে ওই বিস্ফোরণে প্রাণ গিয়েছিল ৩ জনের। আহত হয়েছিলেন আড়াইশোরও বেশি মানুষ। জোখারের সঙ্গে হামলা চালিয়েছিল তার দাদা তামেরলান।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২০ ০৪:০৩
Share: Save:

বস্টন ম্যারাথন বিস্ফোরণের অন্যতম চক্রী জোখার সারনায়েভকে ফের মৃত্যুদণ্ডই দেওয়া উচিত বলে মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বছর পাঁচেক আগে ফেডারেল আদালতের দেওয়া মৃত্যদণ্ড সম্প্রতিই খারিজ করেছে আপিল আদালত। কাল এতে স্পষ্ট দ্বিমত পোষণ করে ট্রাম্প টুইট করেন, ‘‘এমন জঘন্য হামলার জন্য মৃত্যুদণ্ডই প্রাপ্য জোখারের।’’

২০১৩-য় ১৫ এপ্রিল ম্যারাথন চলাকালীন ফিনিশিং লাইনে ওই বিস্ফোরণে প্রাণ গিয়েছিল ৩ জনের। আহত হয়েছিলেন আড়াইশোরও বেশি মানুষ। জোখারের সঙ্গে হামলা চালিয়েছিল তার দাদা তামেরলান। পুলিশের দাবি, চেচেন বংশোদ্ভূত ওই দুই ভাই ইসলামি মৌলবাদে বিশ্বাসী ছিল। ২০০৩-এ উদ্বাস্তু হিসেবে আমেরিকায় এসেছিল তারা। সে দিন বিস্ফোরণের পরে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মারা যায় তামেরলান। ঘটনার ঠিক দু’বছরের মাথায় জোখারকে মৃত্যুদণ্ড দেয় ম্যাসাচুসেটসের ফেডারেল আদালত। সেই রায় নিয়ে বিস্তর বিতর্কও তৈরি হয়। কারণ, ১৯৮৪ থেকে মৃত্যুদণ্ডাদেশ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে সেখানে। গত শুক্রবার সেই মৃত্যুদণ্ড বাতিল করে দেয় আপিল আদালত। ট্রাম্প চাইছেন, জোখারকে ফের মৃত্যুদণ্ডের নির্দেশ দিক ফেডারেল আদালত। তাঁর কথায়, ‘‘এমন এক জঙ্গিকে আজীবন জেলে রাখা কাজের কথা নয়। মৃত্যুদণ্ড দিতেই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE