নির্বাচনী প্রচারে তাঁর যে রং-ই বেরিয়ে আসুক না কেন, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কিন্তু ঘর ও বাহির, দু’দিকেই ভারসাম্য বজায় রেখে চলার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বললেন, ‘‘এ বার আমাদের সবাইকে নিয়েই চলতে হবে। তবে আমরা সব সময়েই আগে আমেরিকার স্বার্থ রক্ষার চেষ্টা করব। তবে তা করার পাশাপাশি আমরা অন্য দেশগুলির সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখব। এক দিন এই মার্কিন প্রেসিডেন্টের জন্য আমেরিকার মানুষ গর্ব বোধ করবেন।’’
আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাঁর ভাষণে বুধবার ট্রাম্প বলেন, ‘‘আমি যেমন সব মার্কিন জনতারই প্রেসিডেন্ট হব, নতুন ভাবে আমেরিকাকে গড়ে তুলব আর নতুন ভাবে মার্কিন জনতার স্বপ্নের রূপায়ন করব, ঠিক তেমন ভাবেই যে দেশগুলি আমাদের সঙ্গে চলতে থাকবে তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে।’’
আবার গত দেড় বছর ধরে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে যাঁকে সমালোচনায় বিঁধতে বিন্দুমাত্র দ্বিধা করেননি ট্রাম্প, সেই হিলারির প্রতিও এ দিন সম্মান প্রদর্শন করে বলেছেন, ‘‘দেশের জন্য হিলারির অবদানকেও আমেরিকার মানুষ দীর্ঘ দিন মনে রাখবেন।’’
আরও পড়ুন- আমেরিকার মসনদে মস্কোর পছন্দের লোক