Advertisement
E-Paper

তিন মহাদেশ জুড়ে সন্ত্রাসবাদী হামলা, নিহত শতাধিক

বিশ্বের তিনটি মহাদেশ জুড়ে পর পর সন্ত্রাসবাদী হামলা হল শুক্রবার। মোট চারটি হামলায় নিহত হলেন শতাধিক। চারটি ঘটনায়ই আহত হয়েছেন বহু মানুষ। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনাগুলির সঙ্গে ইসলামি সন্ত্রাসবাদীরা জড়িত আছে বলে খবর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ জুন ২০১৫ ১৮:৪৮
ফ্রান্সে হামলার জায়গায় পুলিশি নজরদারি। ছবি: এএফপি।

ফ্রান্সে হামলার জায়গায় পুলিশি নজরদারি। ছবি: এএফপি।

বিশ্বের তিনটি মহাদেশ জুড়ে পর পর সন্ত্রাসবাদী হামলা হল শুক্রবার। মোট চারটি হামলায় নিহত হলেন শতাধিক। চারটি ঘটনায়ই আহত হয়েছেন বহু মানুষ। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনাগুলির সঙ্গে ইসলামি সন্ত্রাসবাদীরা জড়িত আছে বলে খবর।

এর মধ্যে সবচেয়ে বড় হামলা হয় সিরিয়ার কোবানেতে। ইসলামিক স্টেটের জঙ্গিরা কুর্দ অধিকারে থাকা এই অঞ্চলে ঢুকে অবাধে হত্যালীলা চালিয়েছে বলে অভিযোগ। ২৪ ঘণ্টা ধরে চলা এই হামলায় এখনও পর্যন্ত শতাধিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

তিউনিশিয়ার উপকূলে সৌসের রিসর্টে বন্দুকবাজ হামলা চালায়। সৌসে তিউনিশিয়ার রাজধানী টিউনিস থেকে ১৫০ কিলোমিটার দূরে। তিউনিশিয়ান ও ইউরোপিয়ান পর্যটকদের কাছে এই অঞ্চলটি অত্যন্ত জনপ্রিয়। এই হামলায় এখনও পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন বলে খবর। নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্যে এক বন্দুকবাজেরও মৃত্যু হয়েছে। কিন্তু এই ঘটনায় আরও বন্দুকবাজ জড়িত আছে কি না তা এখনও জানা যায়নি।

অন্য হামলা হয় কুয়েতে-র রাজধানীর পূর্বে আল-সাওয়াবের-এর একটি শিয়া মসজিদে। এখানে প্রার্থনার সময়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুসংবাদ পাওয়া গিয়েছে। ইসলামিক স্টেট এই আক্রমণের দায় স্বীকার করে নিয়েছে।

আর একটি আক্রমণ হয়েছে ফ্রান্সের লিয়ঁ-র কাছে একটি গ্যাসের কারখানা। এক বা একাধিক সন্দেহভাজন ব্যক্তি একটি গাড়িতে কারখানাটিতে প্রবেশ করে। ঢোকার সময় তারা ছোট কয়েকটি বিস্ফোরণও ঘটায়। ঢুকেই আততায়ীদের মধ্যে এক জন এক ব্যক্তির মুণ্ডচ্ছেদ করে বলে জানা গিয়েছে। কারখানা চত্বরে সেই ব্যক্তির ছিন্নভিন্ন শরীর পাওয়া গিয়েছে। দেহের পাশে একটি পতাকা পড়েছিল। পতাকাটিতে আরবি হরফে কিছু লেখা আছে বলে জানা গিয়েছে। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। ঘটনার খবর পেয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ ব্রাসেলসের বৈঠক থেকে বেরিয়ে এসেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সন্ত্রাশবাদী হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি ট্যুইট করে জানান, ফ্রান্স, কুয়েত এবং তিউনিশিয়ায় এই কাপুরুষোচিত হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের পরিবার ও স্বজনদের সঙ্গে তিনিও প্রার্থনায় সামিল হচ্ছেন। আর একটি ট্যুইটে তিনি বলেন, শান্তি, সৌভ্রাতৃত্ব এবং অহিংসার মধ্যেই মানবতার উন্নয়ন নিহিত। তা ঘৃণা, সন্ত্রাস এবং নির্বিচার হিংসার মধ্যে পাওয়া যাবে না।

Tunisia attack foreign tourists militants tourist destination
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy