Advertisement
২৬ এপ্রিল ২০২৪
International News

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট উধাও! ১১ মিনিট পরে উদ্ধার

যে ব্যক্তি টুইটে এত সক্রিয়, তিনি হঠাত্  তাঁর উধাও হয়ে যাওয়ায় শোরগোল পড়ে যায়।

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৭ ১১:৩৫
Share: Save:

টুইটার থেকে হঠাত্ই উধাও হয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাম্পের ফলোয়াররা দেখেন, তাঁর অফিসিয়াল অ্যাকাউন্ট @realDonaldTrump ডিঅ্যাক্টিভেটেভ হয়ে গিয়েছে।

আরও পড়ুন: বন্দুকবাজের হানা, আমেরিকায় হত ৩

যে ব্যক্তি টুইটে এত সক্রিয়, তিনি হঠাত্ তাঁর উধাও হয়ে যাওয়ায় শোরগোল পড়ে যায়। না, ট্রাম্প নিজে থেকে তাঁর অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেননি।

তা হলে?

টুইটারের পক্ষ থেকে বিষয়টি জন্য দুঃখপ্রকাশ করে জানানো হয়, তাদেরই সংস্থার এক কর্মীর ভুলে এমন কাণ্ড ঘটেছে। যদিও পরে সেটা আবার অ্যাক্টিভেট হয়ে যায়। সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়, কেন এমন হল তা তদন্ত করে দেখা হবে। পাশাপাশি, যাতে ভবিষ্যতে এমন ভুল না হয় সেটাও দেখার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

আরও পড়ুন: ফ্যালনের ইস্তফা, তবু অস্বস্তি টেরেসা-র

ওই দিন সন্ধ্যায় প্রায় ১১ মিনিটের মতো ‘হারিয়ে’ গিয়েছিল ট্রাম্পের অ্যাকাউন্টটি। গ্রাহকরা যখনই ট্রাম্পের টুইটার পেজে ঢুকতে যান, তখনই ‘সরি, দ্যাট পেজ ডাজ নট এক্সিস্ট’ বলে একটি মেসেজ দেখাচ্ছিল। বিষয়টি টুইটার কর্তৃপক্ষের নজরে আনেন গ্রাহকরা। অভিযোগ পেয়েই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন টুইটার কর্তৃপক্ষ।

যদিও ট্রাম্পের হোয়াইট হাউসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট @POTUS, এই ঘটনার জন্য কোনও ভাবে প্রভাবিত হয়নি। আশ্চর্যজনক ভাবে, ট্রাম্প নিজেও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE