Advertisement
২০ এপ্রিল ২০২৪
Junk Food

সাত বছর ধরে শুধুই জাঙ্কফুড খেয়ে দৃষ্টি শক্তি হারাল ১৭ বছরের কিশোর!

শাক-সব্জি, ফলমূল কিছুই মুখে রোচে না তার। গত সাত বছরে সে খেয়েছে শুধুই চিপস, বার্গার, পিৎজার মতো জাঙ্কফুড।

জাঙ্কফুডের প্রতীকী ছবি। শাটারস্টক।

জাঙ্কফুডের প্রতীকী ছবি। শাটারস্টক।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০১
Share: Save:

শাক-সব্জি, ফলমূল কিছুই মুখে রোচে না তার। গত সাত বছরে সে খেয়েছে শুধুই চিপস, বার্গার, পিৎজার মতো জাঙ্কফুড। স্বাভাবিক ভাবেই এই সকল জাঙ্কফুড তার শরীরের প্রয়োজনীয় ভিটামিন যোগাতে ব্যর্থ হয়েছে। যার জেরে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার শরীরের অপটিক নার্ভ। এই অপটিক নার্ভের সাহায্যেই চোখের সঙ্গে আমাদের মস্তিষ্কের সমন্বয় ঘটে। আর সেই নার্ভের ক্ষতির জেরেই দৃষ্টিশক্তি হারিয়েছেন লন্ডনের ১৭ বছর বয়সী ওই কিশোর।

বর্তমানে ওই কিশোর রয়েছেন ব্রিস্টল আই হাসপাতালে। ওই কিশোরের বিষয়টি দেখভাল করছেন ডেনিজে অ্যাটান। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, খাদ্যাভাসের গোলমালের কারণেই ১৭ বছরের ওই কিশোর দৃষ্টিশক্তি হারিয়েছেন। এই সমস্যাকে অ্যাভয়ড্যান্ট-রেসট্রিকটিভ ফুড ইনটেক ডিসঅর্ডার বলা হয়।

ওই চিকিৎসক আরও জানিয়েছেন, ওই কিশোরের উচ্চতা, শরীরে বিপাকের হার স্বাভাবিক থাকলেও ভিটামিনের অভাব তার দেহে প্রবল। বিশেষত ভিটামিন বি১২। এই ভিটামিন দুধ, মাছ, মাংস, ডিমে বেশি থাকে। কিন্তু স্বাভাবিক খাবার ছেড়ে মাত্রাতিরিক্ত জাঙ্কফুডই তার দেহে বিভিন্ন ভিটামিন ও প্রয়োজনীয় মৌলের পরিমাণ কমিয়ে দিয়েছে। আর দীর্ঘদিন এ ভাবে চলার জন্যই সম্পূর্ণ রূপে দৃষ্টি শক্তি হারিয়েছে সে।

আরও পড়ুন: কাশ্মীরের ব্যক্তি বলে মার্কিন পর্নস্টারের ছবি পোস্ট! ট্রোলড পাক কূটনীতিবিদ বাসিত

আরও পড়ুন: ছোট্ট কুকুরছানার চোখে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিচ্ছেন মহিলা! ধিক্কার নেটদুনিয়ায়

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

London Junk Food Viral
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE