সোমবার বেশি রাতের দিকে ইউক্রেনের উপর ফের ড্রোন হামলা শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের দাবি, মঙ্গলবার ভোরে রাজধানী কিভে নতুন করে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এমনকি ইউক্রেনের দক্ষিণ প্রান্তে বন্দর শহর ওডেসাতেও হামলা হয়েছে। ওডেসা শহরের একটি হাসপাতালের প্রসূতি বিভাগে রুশ বোমারু ড্রোন আছড়ে পড়ছে বলে অভিযোগ ইউক্রেনের। অন্য দিকে, রাশিয়ারও দাবি, মঙ্গলবার রাত থেকে তাদের উপর ড্রোন হানা শুরু করেছে ইউক্রেন। ইউক্রেনের ড্রোন হানার ভয়ে সাময়িক ভাবে মস্কোর সব বিমানবন্দর বন্ধও করে দেওয়া হয়েছে রাশিয়ায়।
সোমবার বেশি রাতের দিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানায়, কিভও তাদের উপর ড্রোন হামলা শুরু করেছে। রাশিয়ার দাবি, সোমবার রাতে দু’ঘণ্টার মধ্যে ইউক্রেনের ৭৬টি ড্রোন ধ্বংস করেছে তারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রকের সতর্কবার্তার পর পরই মস্কোর সব বিমানবন্দর সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়। রাশিয়ার রাজধানী মস্কোয় চারটি প্রধান বিমানবন্দর রয়েছে। রুশ অসামরিক বিমান পরিবহণ সংস্থা রোসাভিয়াতসিয়া মঙ্গলবার ভোরে জানিয়েছে, ওই চারটি বিমানবন্দরেই পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। ইউক্রেনের ড্রোন হানার কথা জানার পরে নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
সোমবার ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে একের পর এক বোমারু ড্রোনের হামলা চালায় রাশিয়া। প্রত্যাঘাত করে ইউক্রেনও। ভোরের দিকে পাল্টা হামলা চালিয়েছে রুশ বাহিনীও। ইউক্রেনের দাবি, মঙ্গলবার ভোরে রাজধানী কিভে নতুন করে হামলা শুরু করেছে রাশিয়া। এমনকি হাসপাতালেও ড্রোন হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। ওডেসা শহরের গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, তাঁর শহরে ‘বড়সড়’ ড্রোন হামলা হয়েছে। শহরের একটি হাসপাতালের জরুরি বিভাগ এবং প্রসূতি বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ কিপারের। যদিও হাসপাতালে ড্রোন হানায় কারও মৃত্যু হয়নি বলেও জানিয়েছেন তিনি। যদিও সাধারণ নাগরিকদের উপর হামলার অভিযোগ নিয়ে মস্কোর তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আরও পড়ুন:
বস্তুত, সোমবারই ইউক্রেনের উপর প্রায় ৫০০টি ড্রোন নিয়ে হামলা চালিয়েছিল রুশ বাহিনী। ইউক্রেনের দাবি, গত তিন বছর ধরে চলে আসা যুদ্ধে এটিই এক দিনে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হানা। ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, সোমবার রাশিয়া ৪৭৯টি বোমারু ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তাদের উপর। যদিও এর মধ্যে ৪৬০টি ড্রোন ধ্বংস করে ভূপতিত করা হয়েছে বলে দাবি কিভের। ওই হামলার পরেই ইউক্রেনের দিক থেকেও পাল্টা হামলা চালানো শুরু হয়। সম্প্রতি রাশিয়ার বেশ কিছু সামরিক ঘাঁটিতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছিল। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, তাতে রাশিয়ার প্রায় ৪০টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পর থেকে রাশিয়াও ধারাবাহিক ভাবে ইউক্রেনের উপর হামলা চালিয়ে যাচ্ছে।